AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভারতেই আটকে কোভিশিল্ডের টিকা, দ্বিতীয় ডোজ়ের খোঁজে হন্যে হয়ে ঘুরছেন ৭০ হাজার টিকাপ্রাপক

স্বাস্থ্য দফতরের কাছে অবশিষ্ট ২৮ হাজার করোনা টিকা রয়েছে। এ দিকে, দ্বিতীয় টিকার অপেক্ষায় রয়েছেন ৯৮ হাজার ৭০৩ জন। ২৮ হাজার টিকা দিয়ে দিলেও বাদ পড়ে যাবেন ৭০ হাজার মানুষ।

ভারতেই আটকে কোভিশিল্ডের টিকা, দ্বিতীয় ডোজ়ের খোঁজে হন্যে হয়ে ঘুরছেন ৭০ হাজার টিকাপ্রাপক
বাংলাদেশে টিকা নেওয়ার জন্য লম্বা লাইন।
| Updated on: May 14, 2021 | 3:37 PM
Share

বরিশাল: প্রথম ডোজ় পেয়ে গিয়েছেন সময় মতোই। কিন্তু দ্বিতীয় ডোজ় কবে পাবেন, তার কোনও ঠিক নেই। রোজদিন হাসপাতাল বা টিকাকেন্দ্রের চক্কর কাটলেও মিলছে না সদুত্তর। করোনা টিকার দ্বিতীয় ডোজ় নিয়ে তাই উদ্বেগে রয়েছেন ৭০ হাজারেরও বেশি টিকাপ্রাপক।

গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে করোনা টিকা হিসাবে ভারতের কোভিশিল্ড দেওয়া শুরু হয়। ২৮ এপ্রিল অবধি মোট ২ লাখ ৫০ হাজার ৩০৩ জন টিকার প্রথম ডোজ় নিয়েছেন। কিন্তু দ্বিতীয় ডোজ় পাননি ৯৮ হাজার ৭০৩ জন। এরমধ্যে স্বাস্থ্য দফতরের কাছে অবশিষ্ট ২৮ হাজার করোনা টিকা দিয়ে দিলেও বাদ পড়ে যাবেন ৭০ হাজার মানুষ।

ভারতে টিকা ঘাটতি দেখা দেওয়ায় বাংলাদেশে সেরাম ইন্সটিটিউটের তৈরি করোনা টিকা পৌঁছতে বাধা সৃষ্টি হচ্ছে। এই নিয়ে বেজায় চটেছে সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তিনি এর আগে কড়া বার্তা দিয়ে বলেছিলেন, “কোনও দয়া নয়, নায্য পাওনা চাওয়া হচ্ছে।”

বাংলাদেশে টিকা বন্টনের দায়িত্বে থাকা ব্রেক্সিমকো সংস্থার ম্যানেজিং ডিরেক্টর নাজমুলও সম্প্রতি জানান, সেরাম ইন্সটিটিউটকে দেড় কোটি টিকার অগ্রিম দেওয়া হয়েছে। হিসাব মতো প্রতি মাসে ৫০ লক্ষ টিকা পাঠানোর কথা ভারতীয় সংস্থার। জানুয়ারিতে ৫০ লক্ষ টিকা এলেও ফেব্রুয়ারিতে এসেছিল স্রেফ ২০ লক্ষ টিকা। তারপর আর কোনও টিকা আসেনি। বাংলাদেশের নায্য পাওনা আটকে রাখা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি।

এদিকে, গতকালই কোভিশিল্ডের দুটি টিকার মধ্যে ১২ সপ্তাহের ব্যবধান রাখলে কার্যকারিতা আরও বেশি দেখা যাবে বলে জানানো হয়েছে। এই বিষয়ে বরিশালের বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, “অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রথম ডোজ়ের পর ১২ সপ্তাহ ব্যবধান রেখে দ্বিতীয় ডোজ নেওয়া যেতে পারে। ফলে ভয়ের কোনও কারণ নেই। সরকার টিকা আমদানির জন্য যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে। আশা করছি, টিকার কার্যকারিতা সময়ের মধ্যেই টিকা চলে আসবে। আপাতত উদ্বেগের কিছু নেই।”

আরও পড়ুন: শক্তির দম্ভে আরও হিংস্র ইজরায়েল-গাজ়া, মৃত্যু মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে