AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Australia: ভারতের বাইরে তৈরি হচ্ছে বিশ্বের সবথেকে উঁচু রাম মন্দির! পিছিয়ে অযোধ্যাও

World's Tallest Ram Temple In Perth: অযোধ্যায় পুরোদমে চলছে রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার প্রস্তুতি। মূল অনুষ্ঠান ২২ জানুয়ারি হবে। তবে, তার আগে থেকেই সপ্তাহব্যাপী আচার-অনুষ্ঠান শুরু হয়েছে। তবে উচ্চতায় অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরকেও পিছনে ফেলতে চলেছে অস্ট্রেলিয়ার পার্থের এই মন্দির।

Australia: ভারতের বাইরে তৈরি হচ্ছে বিশ্বের সবথেকে উঁচু রাম মন্দির! পিছিয়ে অযোধ্যাও
অস্ট্রেলিয়াতেও সাড়া ফেলেছে অযোধ্যার রাম মন্দিরImage Credit: Twitter
| Updated on: Jan 19, 2024 | 8:58 AM
Share

পার্থ: অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার ঠিক আগে এল আরও এক সুখবর। ৭২১ ফুট দীর্ঘ রাম মন্দির তৈরি হতে চলেছে অস্ট্রেলিয়ার পার্থ শহরে। তৈরি হওয়ার পর, এটিই হবে বিশ্বের সবথেকে উঁচু রাম মন্দির। শ্রীরাম বৈদিক এবং সাংস্কৃতিক ট্রাস্ট এই মন্দির তৈরি করছে। ১৫০ একর জায়গা জুড়ে তৈরি হবে এই রাম মন্দির। খরচ পড়বে আনুমানিক ৬০০ কোটি টাকা। ট্রাস্টের উপপ্রধান ড. হরেন্দ্র রানা জানিয়েছেন, মন্দিরের প্রচলিত ধারণার বাইরে গিয়ে তাঁরা এই রাম মন্দির নির্মাণ করছেন। মন্দিরটি শুধু পুজোর জায়গা নয়, সাংস্কৃতিক, আধ্যাত্মিক এবং সামাজিক কাজকর্ম-সহ একটি বহুমুখী কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে। এই মন্দির প্রকল্পের তত্ত্বাবধান করবে ইন্টারন্যাশনাল শ্রীরাম বৈদিক অ্যান্ড কালচারাল ইউনিয়ন (ISVACU)।

পার্থের রিভার রোড ধরে খুব সহজেই পৌঁছে যাওয়া যাবে এই রাম মন্দিরে। মন্দির কমপ্লেক্সে মোমবাতিতে সাজানো বারান্দা, চিত্রকূট এবং পঞ্চবটি নামে দুটি উদ্যান, রাম নিবাস নামে একটি হোটেল, সীতা রসোই রেস্তোরাঁ, রামায়ণ সদন লাইব্রেরি এবং তুলসীদাস হলের মতো বিভিন্ন আকর্ষণীয় সুবিধা থাকবে। এছাড়া, মন্দিরটিতে থাকবে একটি যোগ কেন্দ্র, একটি ধ্যান কেন্দ্র, একটি বেদ শিক্ষা কেন্দ্র, একটি গবেষণা কেন্দ্র এবং একটি জাদুঘর। এর সঙ্গেই থাকবে একটি প্রযুক্তি উদ্যানও। এছাডা়, একটি জৈব-নিকাশী শোধনাগার এবং একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হবে। কার্বন নিষ্কাশন শূন্য করার লক্ষ্যেই এই দুই কেন্দ্র তৈরি করা হবে।

পুজোপাঠের বাইরে এই মন্দিরকে একটি প্রাণবন্ত সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও গড়ে তুলতে চাইছে ট্রাস্ট। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে, বিভিন্ন উত্সব উদযাপন করে এবং বিভিন্ন সভা সমিতির মাধ্যমে স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে আরও বেশি বেশি করে মেশার লক্ষ্য নিয়েছে তারা।

এদিকে, অযোধ্যায় পুরোদমে চলছে রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার প্রস্তুতি। মূল অনুষ্ঠান ২২ জানুয়ারি হবে। তবে, তার আগে থেকেই সপ্তাহব্যাপী আচার-অনুষ্ঠান শুরু হয়েছে। বৃহস্পতিবার গর্ভগৃহে স্থাপন করা হয়েছে রামলালার মূর্তি। এদিন প্রথমবারের মতো গর্ভগৃহে উপবিষ্ট রামলালার মূর্তির ছবিও সামনে এসেছে। তবে, উচ্চতায় অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরকেও পিছনে ফেলতে চলেছে অস্ট্রেলিয়ার পার্থের এই মন্দির।