নিউ জার্সি: একতার প্রতীক অক্ষরধাম মন্দির (Akshardham Temple)। আন্তঃধর্ম সম্প্রীতি দিবস উদযাপনের পর বৃহস্পতিবার ‘সেলিব্রেটিং কমিউনিটি’ উদযাপন অনুষ্ঠানের সাক্ষী হল মার্কিন মুলুকে অবস্থিত বিশ্বের দ্বিতীয় হিন্দু মন্দির। এই অনুষ্ঠানের মাধ্যমে মূলত আমরিকার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একতা ও সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন এই মন্দিরে নিউ জার্সি শহরের মেয়র থেকে আমেরিকার প্রশাসনিক আধিকারিক-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হন। যা এক বড় নজির সৃষ্টি করেছে।
বিভিন্ন প্রান্তের বিভিন্ন ক্ষেত্রের, বিভিন্ন বয়সের বিশিষ্ট ব্যক্তিরা যেভাবে অক্ষরধাম মন্দিরে একত্রিত হয়েছেন, তা এক নজির গড়েছে বলে জানিয়েছেন নিউ জার্সির মেয়র। তিনি বলেন, “সমাজে সবচেয়ে সহজ বিষয়েও ১০০ জন লোকের ঐক্যমত্য গড়ে তোলা মুশকিল। সেখানে বিভিন্ন বয়সের, ব্যবসায়ী থেকে সামাজিক ও আর্থিক বিভিন্ন ক্ষেত্রের ১২০০-র বেশি লোক জমায়েত হন এবং তাঁদের ভাবনা ব্যক্ত করেছেন। এটা সমাজের এক মহত্বপূর্ণ ভাবনা।” নিউ জার্সির সাংস্কৃতিক ও আধ্যাত্মিক কেন্দ্র অক্ষরধাম মন্দিরের মূল লক্ষ্য হল, সম্প্রীতি। বিশ্বাস, একতা ও নিঃস্বার্থ সেবা ভাবনার উপরই যে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, তা এই অনুষ্ঠানে তুলে ধরেন মেয়র।
অক্ষরধাম মন্দিরে গত কয়েকদিন ধরে যেভাবে সম্প্রীতি, একতা ও নিঃস্বার্থ সেবার উপর ভিত্তি করে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তা অনুষ্ঠানে উপস্থিতি অতিথিবৃন্দের উপরেও বিশেষ প্রভাব ফেলেছে। তাই বৃহস্পতিবার অনুষ্ঠান শেষে পেনসিলভেনিয়ার প্রতিনিধি বলেন, “আমি নিজেকে একজন ভাল মানুষ হিসাবে মনে করতাম। কিন্তু, এখান থেকে যাওয়ার সময় আমার মন বলছে, আরও দয়ালু হও, বেশি করে দান কর, যে প্রতিবেশী তোমার সঙ্গে কখনও কথা বলে না, তার সঙ্গেও কথা বল। যে বাচ্চা খুব সমস্যায় পড়েছে, তাকে সাহায্য কর।” একইভাবে অক্ষরধাম মন্দির কর্তৃপক্ষের ভাবনার ভূয়সী প্রশংসা করেছেন অন্যান্য অতিথিবৃন্দ।
প্রসঙ্গত, নিউ জার্সির বিএপিএস স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির আমেরিকার মাটিতে অবস্থিত কেবল হিন্দু মন্দির নয়, আমেরিকার মাটিতে ভারতের ঐতিহ্যকেও তুলে ধরছে এই মন্দির।