Viral Video: আফ্রিকান যুবকের গলায় শুনুন অঞ্জন দত্তের ‘বেলা বোস’

বাংলা ছাড়াও হিন্দি ভাষার একাধিক জনপ্রিয় গানও গাইতে দেখা গিয়েছে তাঁকে। জুটেনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম ‘আতিকব্লুজ’। বর্তমানে হিন্দি শিখছেন বলেও জানিয়েছেন জুটেন। ভবিষ্যতে হিন্দি ও বাংলা ভাষায় আরও গান করার ইচ্ছা আছে তাঁর।

Viral Video: আফ্রিকান যুবকের গলায় শুনুন অঞ্জন দত্তের ‘বেলা বোস’
আফ্রিকান যুবকের গলায় বাংলা গানImage Credit source: Instagram
Follow Us:
| Updated on: Jan 22, 2024 | 7:00 AM

নয়াদিল্লি: বাংলা ভাষায় গান গাইছেন আফ্রিকান ব্যক্তি। তাঁর মাতৃভাষা বাংলা না হলেও গানের উচ্চারণ যথেষ্ট স্পষ্ট। এবং নিজেই গিটার বাজিয়ে গান করছেন তিনি। সম্প্রতি এ রকমই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তা দেখে অভিভূত বাংলা গানপ্রেমীরা।

View this post on Instagram

A post shared by Zoutenn (@atikblues)

আফ্রিকান ওই যুবকের নাম জুটেন। সম্প্রতি অঞ্জন দত্তের বিখ্যাত গান ‘বেলা বোস’-এর কয়েকটি লাইন গেয়েছেন তিনি। সেই গান শুনে মোহিত নেটিজেনরা। তবে এই প্রথম নয়। এর আগেও একাধিক বাংলা গান গেয়েছেন তিনি। সেই তালিকায় রয়েছে ‘আমারও পরাণ যাহা চায়’-এর মতো রবীন্দ্র সঙ্গীত। এ ছাড়া একাধিক বাংলা গানের কলি শোনা গিয়েছে জুটেনের গলায়।

View this post on Instagram

A post shared by Zoutenn (@atikblues)

আফ্রিকান হয়েও ভারতীয় ভাষার প্রতি তীব্র আগ্রহ রয়েছে জুটেনের। বাংলা ছাড়াও হিন্দি ভাষার একাধিক জনপ্রিয় গানও গাইতে দেখা গিয়েছে তাঁকে। জুটেনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম ‘আতিকব্লুজ’। বর্তমানে হিন্দি শিখছেন বলেও জানিয়েছেন জুটেন। ভবিষ্যতে হিন্দি ও বাংলা ভাষায় আরও গান করার ইচ্ছা আছে তাঁর। তবে বিদেশি ভাষা রপ্ত করে তাতে গান যে সহজ কাজ নয়, তা বিলক্ষণ জানেন এই আফ্রিকান যুবক। সেই কাজে রয়েছে রীতিমতো চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জকে উপভোগ করার কথাও জানিয়েছেন তিনি।