কলম্বো: আর্থিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কা। এই পরিস্থিতিতে সেদেশের বাসিন্দারা নির্বাচিত করলেন নতুন প্রেসিডেন্ট। ইতিহাস গড়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হচ্ছেন বামপন্থী অনুরা কুমারা দিসানায়েক। শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনে জয় পেলেন বামপন্থী এই নেতা। সোমবার প্রেসিডেন্ট পদে শপথ নেবেন অনুরা কুমারা।
শনিবার শ্রীলঙ্কার ১০তম প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটগ্রহণ হয়। প্রায় ৭৫ শতাংশ ভোট পড়ে। ন্যাশনাল পিপল’স পাওয়ার জোটের প্রার্থী হন অনুরা কুমারা। সেই জোটে রয়েছে তাঁর দল জনতা বিমুক্তি পেরামুনা। গতকাল ভোটের পর গণনা শুরু হয়। প্রথম থেকেই এগিয়ে থাকেন বছর পঞ্চান্নর অনুরা কুমারা। বিদায়ী বিরোধী নেতা সাজিত প্রেমদাসা দ্বিতীয় স্থানে রয়েছেন। আর বিদায়ী প্রেসিডেন্ট রণিল বিক্রমসিঙ্ঘে তৃতীয় স্থানে রয়েছেন। শ্রীলঙ্কার নির্বাচনী নিয়ম অনুযায়ী, জয়ী প্রার্থীকে কমপক্ষে ৫০ শতাংশ ভোট পেতে হবে। তা না হলে দ্বিতীয় পছন্দের ভোট গণনা হবে। অনুরা সবার আগে থাকলেও ৫০ শতাংশ ভোট পাননি। তাই, দ্বিতীয় পছন্দের ভোট গণনা করা হয়। আর তাতেই বাজিমাত করেন এই বামপন্থী নেতা। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে যা প্রথমবার হল।
অনুরার বাবা কৃষিকাজ করতেন। অনুরা ২০১৯ সালে প্রেসিডেন্ট নির্বাচনে মাত্র ৩ শতাংশ ভোট পেয়েছিলেন। সেখান থেকে মাত্র ৫ বছরে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। গণনা শেষে দলের কর্মী, সমর্থকদের ধন্যবাদ জানান অনুরা কুমারা।
২০১৯ সালে ডানপন্থী নেতা গোতাবায়া রাজাপক্ষে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন। ২০২২ সালে গণ অভ্যুত্থানের পর দেশ ছাড়েন তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। তখন দেশের হাল ধরেন বিক্রমসিঙ্ঘে। ২০২২ সালে অর্থনৈতিক সংকটের পর প্রথমবার শ্রীলঙ্কায় নির্বাচন হল। আর সেই নির্বাচনে জিতলেন বামপন্থী নেতা অনুরা কুমারা।