নয়া দিল্লি: মার্কিন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সফরেই ভারত ফিরে পেল হারানো সম্পদ। বেআইনিভাবে ভারত থেকে চুরি করে নিয়ে যাওয়া প্রত্নসামগ্রী ফিরিয়ে দিল আমেরিকা। মোট ২৯৭টি প্রত্নসামগ্রী প্রধানমন্ত্রী মোদীর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রত্নসামগ্রী ফিরিয়ে দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও আমেরিকা সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ঔপনিবেশিকতার করাল গ্রাসে যখন ভারত ছিল, সেই সময় দেশ থেকে বহু অমূল্য ধনসম্পদ লুঠ হয়েছে। চুরি করে নিয়ে যাওয়া হয়েছিল বহু প্রত্নসামগ্রীও। এর জেরে দ্বিপাক্ষিক সম্পর্কেও প্রভাব পড়েছে। এই ইস্যু দীর্ঘসময়ের। তবে বিগত কয়েক বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বহু প্রত্নসামগ্রীই ভারতে ফিরে এসেছে।
এবারও প্রধানমন্ত্রী মোদী মার্কিন সফরে যেতেই, ভারতে ফেরত আসতে চলেছে ২৯৭টি প্রত্নসামগ্রী। এই নিয়ে ২০১৪ সাল থেকে মোট ৬৪০টি প্রত্নসামগ্রী বিভিন্ন দেশ থেকে ভারতে ফেরত এল। এর মধ্যে শুধু আমেরিকা থেকেই ৫৭৮টি প্রত্নসামগ্রী ফেরত এসেছে।
এর আগে ২০২১ সালে আমেরিকা থেকে ১৫৭টি প্রত্নসামগ্রী ফেরত দেওয়া হয়েছিল ভারতে। এর মধ্যে ছিল তামার একটি নটরাজ মূর্তিও, যা দ্বাদশ শতাব্দীর। ২০২৩ সালে প্রধানমন্ত্রীর মার্কিন সফরের সময় ১০৫টি প্রত্নসামগ্রী ফেরত দিয়েছিল আমেরিকা।
শুধু আমেরিকাই নয়, ব্রিটেন থেকেও ১৬টি প্রত্নসামগ্রী ও অস্ট্রেলিয়া থেকে ৪০টি প্রত্নসামগ্রী ফেরত দেওয়া হয়েছে ভারতে। সেই তুলনাতেই ২০০৪ সাল থেকে ২০১৩ সালের মধ্যে মাত্র একটি প্রত্নসামগ্রী ফেরত আনতে পেরেছিল তৎকালীন সরকার।
প্রসঙ্গত, চলতি বছরের জুলাই মাসেই ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি আমেরিকার সঙ্গে ‘সংস্কৃতি সম্পত্তি চুক্তি’ স্বাক্ষর করে বেআইনিভাবে প্রত্নসামগ্রীর চোরাচালান রুখতে।