Students in Canada: মিলছে না খোঁজ! কানাডায় গিয়ে ‘হারিয়ে গেল’ ২০ হাজার ভারতীয় পড়ুয়া

Avra Chattopadhyay |

Jan 23, 2025 | 10:35 PM

Students in Canada: জানা গিয়েছে, কানাডার অভিবাসন দফতরের পরিভাষায় 'নিখোঁজ' হওয়া এই ৫০ হাজার পড়ুয়াদের মধ্যে ২০ হাজার পড়ুয়া ভারতীয়। যারা মাসের পর মাস ধরে তাদের নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে হাজিরা দেননি।

Students in Canada: মিলছে না খোঁজ! কানাডায় গিয়ে হারিয়ে গেল ২০ হাজার ভারতীয় পড়ুয়া
প্রতীকী ছবি
Image Credit source: FatCamera/E+/Getty Images

Follow Us

অটোয়া: বিদেশে পড়াশোনা করতে যাওয়ার ক্ষেত্রে দেশ নির্বাচনের সময় প্রথম ঝোঁকটা কাজ করে কানাডার দিকে। একটি সমীক্ষা অনুযায়ী, প্রতি বছর ভারত থেকেই কমপক্ষে সাড়ে চার লক্ষের কাছাকাছি পড়ুয়ারা পড়াশোনার উদ্দেশ্যে সে দেশে পাড়ি দিয়ে থাকে।

শুধুই ভারত নয়। বিশ্বের অন্যান্য় দেশের পড়ুয়াদের মধ্যে কানাডায় যাওয়ার ঝোঁক অনেকটা বেশি বললেই চলে। ২০২৩ সালেই কানাডায় বিদেশ বিভুঁই থেকে আগত আন্তর্জাতিক পড়ুয়ার সংখ্যা ছিল ১ কোটি। ফলত, এই বিদেশি পড়ুয়াদের হাত ধরেই একটা মোটা অঙ্কের মুনাফা হয় সে দেশের।

কিন্তু, সম্প্রতি প্রকাশিত সেদেশের একটি রিপোর্টের জেরে চিন্তা বাড়ছে পড়ুয়া ও অভিভাবকদের। কী রয়েছে সেই রিপোর্টে?

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব দফতরের সদ্য প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত বছর মার্চ থেকে এপ্রিলের মধ্য়ে ‘নিখোঁজ’ হয়ে গিয়েছে প্রায় ৫০ হাজার আন্তর্জাতিক পড়ুয়া। যার জেরে চিন্তা বেড়েছে সরকারের। দেশে পড়াশোনা করতে এসে খোঁজ মিলছে না একাধিক পড়ুয়ার।

মূলত, ভিন্ন দেশ থেকে পড়ুয়া ভিসা নিয়ে ছেলেমেয়েরা কানাডায় পড়াশোনা করতে যায়। তাদের কাজ নিয়মিত তাদের নির্দিষ্ট কলেজ বা বিশ্ববিদ্যালয়ে গিয়ে হাজিরা দেওয়া। সেই হাজিরার ভিত্তিতে সেই সকল পড়ুয়াদের হদিশ রাখে কানাডার অভিবাসন দফতর। কিন্তু সদ্য প্রকাশিত এই রিপোর্টে দেখা গিয়েছে, মার্চ থেকে এপ্রিল মাসে ৫০ হাজার আন্তর্জাতিক পড়ুয়া তাদের নির্দিষ্ট কলেজ বা বিশ্ববিদ্যালয়ে হাজিরা দেননি। যার জেরে তারা ঠিক কোথায় রয়েছেন, সেই বিষয়ে সঠিক ভাবে ধারণা করতে পারছে না কানাডার সরকার।

জানা গিয়েছে, কানাডার অভিবাসন দফতরের পরিভাষায় ‘নিখোঁজ’ হওয়া এই ৫০ হাজার পড়ুয়াদের মধ্যে ২০ হাজার পড়ুয়া ভারতীয়। যারা মাসের পর মাস ধরে তাদের নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে হাজিরা দেননি।

কিন্তু হঠাৎ করেই বা কেন নিখোঁজ হয়ে গেল এত সংখ্যক পড়ুয়া?

জানা যায়, অনেক সময়ই কানাডায় পড়ুয়া ভিসার ছুতোয় তারা সেখানকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয় ঠিকই। কিন্তু কয়েক মাস যেতেই কলেজ, বিশ্ববিদ্যালয়ে যাওয়া বন্ধ করে এই সকল পড়ুয়ারা সীমানা মাধ্যমে আমেরিকা পালিয়ে যায়। তবে শুধু তা-ই নয়, সেখানকার বিশ্ববিদ্যালয়, কলেজের হু হু বাড়তে থাকা খরচের জেরে, অনেকেই কলেজ পালিয়ে টাকা কামাতে ব্যস্ত হয়ে পড়ে বলেও জানা গিয়েছে, ওয়াকিবহাল মহল সূত্রে।

Next Article