Bangladesh: দ্বিতীয় আফগানিস্তান হতে চলেছে বাংলাদেশ? মহিলাদের উপরে ফতেয়া জারি করল কট্টরপন্থীরা
Freedom of Women: মহিলাদের উপরে ফতেয়া জারি হয়েছে বাংলাদেশের গোপালগঞ্জ জেলায় গহরডাঙ্গা এলাকায়। এই গোপালগঞ্জে শেখ হাসিনার বাড়ি। শেখ মুজিবর রহমানের বাড়ি, যিনি বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন।
ঢাকা: আফগানিস্তান হওয়ার পথে বাংলাদেশ? মৌলবাদীদের দাপাদাপি, সাম্প্রতিক হামলার ঘটনা সেই প্রশ্ন আগেই তুলে দিয়েছিল। এবার আফগানিস্তানের পথে হেঁটে মহিলার উপরে ফতেয়াও জারি হল। তাও আবার খোদ বঙ্গবন্ধু মুজিবরের জেলায়। কী বলা হয়েছে সেই ফতেয়ায়?
বাংলাদেশের কট্টরপন্থীরা মহিলাদের উপরে জারি করেছে ফতেয়া। আজ, বৃহস্পতিবার থেকে মহিলাদের বাজারে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কট্টরপন্থীদের এই ফতেয়াকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়েছে বাংলাদেশের গোপালগঞ্জে।
মহিলাদের উপরে ফতেয়া জারি হয়েছে বাংলাদেশের গোপালগঞ্জ জেলায় গহরডাঙ্গা এলাকায়। এই গোপালগঞ্জে শেখ হাসিনার বাড়ি। শেখ মুজিবর রহমানের বাড়ি, যিনি বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন।
It is forbidden to sell goods to veil women. Sharia law is going to be implemented in Bangladesh. They want to go back to the era of 1400 years ago. In the era when women were considered as commodities.#AllEyesOnBangladeshiHindus#JusticeForChinmoyPrabhu#SaveBangladeshiHindus pic.twitter.com/EOgMajqXwy
— Nil 🪷🕉️🔱 (@Nilsavehindus) December 3, 2024
বাজারে এসে কট্টরপন্থীরা মাইক নিয়ে ঘোষণা করছেন যে মহিলাদের বাজারে আসা নিষিদ্ধ। কোনও মহিলা বাজারে এসে জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন না। মার্কেটে তাদের প্রবেশ নিষেধ। কোনও জিনিসের প্রয়োজন হলে, বাড়ির পুরুষদেরই আসতে হবে বাজারে।
মহিলাদের যেন কোনও জিনিস বিক্রি না করা হয়, সেই হুঁশিয়ারিও দেওয়া হয়েছে দোকানিদের। এই ফতেয়া গহরডাঙ্গা দিয়ে শুরু,পর্যায়ক্রমে পুরো বাংলাদেশ জারি হবে বলেই হুঁশিয়ারি দিয়েছে কট্টরপন্থীরা।