Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Muhammad Yunus: ‘যুদ্ধবস্থায় আছি, গুজবের উৎসব চলছে’, বেজায় চটে ইউনূস, অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন, বলে দিলেন নিজেই

Bangladesh: মহম্মদ ইউনূস বলেন যে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই বাংলাদেশে নির্বাচন হবে। যাতে অবাধ ও সুষ্ঠ নির্বাচন হয়, তার জন্য় নির্বাচন কমিশনকে সব রকমের প্রস্তুতি নিতে বলা হয়েছে।

Muhammad Yunus: 'যুদ্ধবস্থায় আছি, গুজবের উৎসব চলছে', বেজায় চটে ইউনূস, অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন, বলে দিলেন নিজেই
বাংলাদেশের নির্বাচন নিয়ে ঘোষণা মহম্মদ ইউনূসের।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Mar 25, 2025 | 9:32 PM

ঢাকা: বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মেয়াদ আর বেশিদিন নয়, শীঘ্রই হতে চলেছে জাতীয় নির্বাচন। এ কথা নিজেই জানিয়ে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস।

এ দিন স্বাধীনতা দিবস ও ইদ-উল-ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়েই মহম্মদ ইউনূস বলেন যে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই বাংলাদেশে নির্বাচন হবে। যাতে অবাধ ও সুষ্ঠ নির্বাচন হয়, তার জন্য় নির্বাচন কমিশনকে সব রকমের প্রস্তুতি নিতে বলা হয়েছে।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, “জুলাই অভ্যুত্থানের প্রথম পর্ব সফলভাবে সমাপ্ত হয়েছে। প্রথম পর্বের সমাপ্তির মধ্যে দিয়েই অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব শুরু হল। সব সময় মনে রাখতে হবে, আমরা কিন্তু যুদ্ধাবস্থায় আছি।

ইউনূস বলেন যে ক্ষমতায় আসার পর থেকেই গুজবের উৎসব শুরু হয়েছে। একের পর এক ভুয়ো খবর রটানো হচ্ছে। দেশে অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, “গুজব হল এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার। গুজব দেখলেই গুজবের সূত্রের সন্ধান করতে থাকবেন। গুজবকে অবহেলা করবেন না। বহু অভিজ্ঞ সেনা কর্তা ও বিশেষজ্ঞরা গুজব রটানোর পিছনে দিন-রাত কাজ করছেন।বিপুল অর্থ খরচ করা হচ্ছে এর পিছনে। এর মূল লক্ষ্যই হল, জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা। আমরা তা ব্যর্থ হতে দেব না।”

তিনি আরও বলেন, “ওঁরা এই ঐক্য ভাঙতে চায়। এদের অভিনব কৌশল আপনি টেরই পাবেন না। আপনি বুঝতেই পারবেন না কখন তাদের খেলায় পুতুল হয়ে গিয়েছেন। সচেতনতা এবং সামগ্রিক ঐক্য দিয়েই এই গুজবকে রুখতে হবে। পলাতক অপশক্তির ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিতে হবে।”

হাসিনা সরকারকে দুষে প্রধান উপদেষ্টা বলেন যে বিগত সরকারের লুটপাটের মহোৎসব করেছে।১৫ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে। কত রকমভাবে পাচার হয়েছে, তাও জানার বিষয়। অভিনব পদ্ধতি ছিল এগুলি। এই অর্থ পাচারকারীদের দ্রুত আইনের অধীনে আনার চেষ্টা করা হচ্ছে বলেই জানান তিনি।