AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh: প্রকাশ্য মঞ্চে চুমু একের পর এক শিশুকে, জামাত-ই-ইসলামের আমিরের কীর্তিতে হইচই সমাজমাধ্যমে

Bangladesh: এই ব্যক্তি কোনও সাধারণ কেউ নন। বরং বাংলাদেশের কট্টরপন্থী রাজনৈতিক দল জামাত-ই-ইসলামির আমির শফিক-উর-রহমান।

Bangladesh: প্রকাশ্য মঞ্চে চুমু একের পর এক শিশুকে, জামাত-ই-ইসলামের আমিরের কীর্তিতে হইচই সমাজমাধ্যমে
| Updated on: Mar 04, 2025 | 6:51 PM
Share

হঠাৎ করে সমাজমাধ্যমে ভাইরাল বাংলাদেশের এক মৌলানা। কেন ভাইরাল তিনি? ওই ধর্মগুরুর এক ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের ধরে ধরে কপালে চুমু খাচ্ছেন তিনি। তাতে অস্বস্তি বোধ করছেন কেউ কেউ।

এই ব্যক্তি কোনও সাধারণ কেউ নন। বরং বাংলাদেশের কট্টরপন্থী রাজনৈতিক দল জামাত-ই-ইসলামের আমির শফিক-উর-রহমান। বাচ্চাদের চুমু খাওয়ার ভিডিয়োটি এক্স মাধ্যমে পোস্ট করেছেন ইউসুফ খান। এখানেই শেষ নয়। ভিডিয়োটি পোস্ট করেই ওই শিশুদের বিরুদ্ধে ‘পেডোফিলিক’ কাজকর্ম করার অভিযোগ তুলেছেন আমিরের বিরুদ্ধে।

তিনি ভিডিয়োর ক্যাপশনে লেখেন, “জামায়াতের আমীরের চুমুর ব্যপারটা এখন আর হাসাহাসির পর্যায়ে নেই। বিশেষ করে গতকালের বাচ্চাদের সাথে চুমুর ভিডিও দেখার পর আমাদের এ ব্যপারে সিরিয়াস হতে হবে। ভিডিওতে প্রত্যেকটা বাচ্চাকে আমি আতঙ্কগ্রস্ত দেখেছি..জামায়াতের এসব পেডোফিলিক কার্যক্রম বন্ধ করতে হবে।”

ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে যে, কোনও অনুষ্ঠানে মাদ্রাসার শিশুরা একটি লাইনে বসে আছে। আমির শফিক-উর-রহমান প্রথমে একটি শিশুর ঠোঁটে চুমু খান। তারপর বাকি বাকিদের কপালে বা গালে চুমু খান তিনি। চুমু খাওয়ার সময় বাচ্চাদের মধ্যে কয়েকজনকে লজ্জা পেতে কয়েক জনকে অস্বস্তি বোধ করতেও দেখা যায়।

প্রসঙ্গত, শফিক-উর-রহমানের শিশুদের সঙ্গে এমন কাজ করার ঘটনা এই প্রথম নয়। গত বছরের ডিসেম্বরে, জামায়াতের আমির বলেছিলেন, “যে যুবকরা শেখ হাসিনাকে এই দেশ থেকে উৎখাত করেছে, আমাদের তাঁদের ভালোবাসা উচিত এবং আমরা তাঁদের চুম্বন করব।”