ভর্তি সমস্ত বেড, জায়গা নেই কোনও হাসপাতালে!, করোনা রোগীদের চিকিৎসায় বিকল্প চিন্তাভাবনা হাসিনা সরকারের

শয্যা সঙ্কট মোকাবিলা করতে স্বাস্থ্যমন্ত্রী জানান,  ফিল্ড হাসপাতাল (Field Hospital) তৈরির চিন্তাভাবনা করা হচ্ছে। চার থেকে পাঁচ হাজার টেকনিশিয়ান নিয়োগ করা হবে। এর পাশাপাশি টিকাকরণ কর্মসূচিও চালানো হচ্ছে।

ভর্তি সমস্ত বেড, জায়গা নেই কোনও হাসপাতালে!, করোনা রোগীদের চিকিৎসায় বিকল্প চিন্তাভাবনা হাসিনা সরকারের
টিকা নেওয়ার লম্বা লাইন। ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 12, 2021 | 4:10 PM

ঢাকা: ঠাঁই নেই কোথাও। বিধিনিষেধ (COVID-19 Restriction) তোয়াক্কা না করার ফল হাড়ে হাড়ে টের পাচ্ছে বাংলাদেশবাসী (Bangladesh)। দেশে করোনা রোগীর সংখ্যা এত বৃদ্ধি পেয়ছে যে হাসপাতালে রোগীর জন্য স্থান সংকুলান হচ্ছে না। সুযোগ নেই শয্যা বাড়ানোরও। এই পরিস্থিতিতেই জরুরি বৈঠকে বসলেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এ দিন তিনি দেশের করোনা ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে গোল টেবিল বৈঠকে বসেন। সোসাইটি অব মেডিসিন ও সিডিডির তরফে যৌথভাবে আয়োজিত এই বৈঠকে তিনি জানান, হাসপাতালে আর রোগীদের জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। তবুও সরকার সাধ্যমতো চেষ্টা চালাচ্ছে। সংক্রমণ কিছুটা কমেছে। এই ধারা অব্যাহত রাখতে হবে। সরকারের তরফেও বয়স্কদের টিকাকরণের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

ওই বৈঠকেই স্বাস্থ্য অধিদফতরের অধিকর্তা (ডিজি) এ বি এম খুরশীদ আলম বলেন, হাসপাতালে আর শয্যা বাড়ানো সম্ভব হচ্ছে না। এ বার আমাদের বিকল্প পদ্ধতি নিয়েই চিন্তাভাবনা করতে হচ্ছে। আরও পড়ুন:  টুইটারে ট্রেন্ডিং #SanctionPakistan ! ইমরানের দাবি, ‘ঘানি থাকলে কথা বলবে না তালিবান’