ঢাকা: দীর্ঘদিন ধরেই নানান অসুস্থতায় ভুগছেন BNP-র চেয়ারপার্সন খালেদা জিয়া। আজ, বৃহস্পতিবার খালেদা জিয়ার যকৃতের রক্তনালীতে একটি অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি (Khaleda Zia) হাসপাতালের CCU-তে রয়েছেন। বিএনপি সূত্রে খবরটি নিশ্চিত করা হয়েছে।
আজ বিকেল পাঁচটার দিকে খালেদা জিয়াকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। অস্ত্রোপচার শেষ হয় সন্ধ্যা সাড়ে সাতটায়। এরপর রাত নয়টার দিকে তাঁকে সিসিইউতে নেওয়া হয়েছে।
বিএনপির সূত্রে খবর, এদিন বিকাল ৫টা নাগাদ ঢাকার এক হাসপাতালে খালেদা জিয়ার অস্ত্রোপচার হয়। খালেদা জিয়ার অস্ত্রোপচারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের তিন সদস্যের একটি দল বুধবারই ঢাকায় আসে। তাঁরা হলেন, জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন, হামিদ আহমেদ আবদুর রব ও ক্রিস্টোস জর্জিয়াডস। এদিন এঁদের নেতৃত্বে হাসপাতালের মেডিক্যাল বোর্ডের সদস্যদের উপস্থিতিতে বিএনপির চেয়ারপার্সনের যকৃতের রক্তনালীতে অস্ত্রোপচার করা হয়। বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অস্ত্রোপচার চলে। তারপর রাত ৯টা নাগাদ ফের তাঁকে সিসিইউ-তে স্থানান্তর করা হয়। অস্ত্রোপচার সফল হয়েছে বলে দলীয় সূত্রে খবর।
প্রসঙ্গত, বিএনপি-র চেয়ারপার্সন খালেদা জিয়া গত ৯ অগাস্ট থেকে ঢাকার এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট, চোখের সমস্যা-সহ নানা রোগে ভুগছেন তিনি। এদিনের অস্ত্রোপচারের ফলে তাঁর লিভার সমস্যার কিছুটা উপশম হবে বলে আশাবাদী চিকিৎসকেরা।