AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Extra Marital Affair: মেয়ের শ্বশুরের সঙ্গে পরকীয়া! সম্পর্কের জন্য স্বামীকে খুন করতেও হাত কাঁপেনি গৃহবধূর

Wife Murder Husband: জানা গিয়েছে, ফরিদপুরের নির্মল মিত্র ও তাঁর স্ত্রী ফুলমালা মিত্র মেয়ের বিয়ে দিয়েছিলেন নীল কমল মণ্ডল নামে এক ব্যক্তির ছেলের সঙ্গে। মেয়ের বিয়ের পর মেয়ের শ্বশুর নীলকলমের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে ফুলমালার। সেই সম্পর্কের কথা নির্মল জানতেই সংসারে শুরু হয় অশান্তি।

Extra Marital Affair: মেয়ের শ্বশুরের সঙ্গে পরকীয়া! সম্পর্কের জন্য স্বামীকে খুন করতেও হাত কাঁপেনি গৃহবধূর
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Apr 23, 2023 | 6:11 PM
Share

ফরিদপুর: মেয়ের বিয়ে দিয়েছিলেন। তার পর মেয়ের শ্বশুরের সঙ্গে প্রেমের সম্পর্ক গঠে এক মহিলার। পরিজনদের চোখে ধুলো দিয়ে পরকীয়া চালিয়ে যাচ্ছিলেন বেয়াই-বেয়ান। শারীরিক সম্পর্কও গড়ে ওঠে তাঁদের মধ্যে। এ রকম চলতে চলতেই ওই মহিলার স্বামী জানতে পারেন নিজের স্ত্রীর কীর্তি। বিষয়টি নিয়ে তাঁদের পরিবারে অশান্তি শুরু হয়। এর পরই বেপরোয়া হয়ে ওঠেন ওই মহিলা। মেয়ের শ্বশুরের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন করেন তিনি। রাতের খাবারে বিষ মিশিয়ে স্বামীকে খুন করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। বিষ মেশানো খাবার খেয়ে অচৈতন্য হয়ে পড়লে গলায় মাফলার পেঁচিয়ে খুন করা হয়েছিল ওই ব্যক্তিকে। এই ঘটনায় আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন ওই মহিলা। তসাজার ঘোষণাও করা হয়েছে। ২০২১ সালে খুনের ঘটনাটি ঘটেছিল বাংলাদেশের ফরিদপুরের মধুখালি থানা এলাকায়।

জানা গিয়েছে, ফরিদপুরের নির্মল মিত্র ও তাঁর স্ত্রী ফুলমালা মিত্র মেয়ের বিয়ে দিয়েছিলেন নীল কমল মণ্ডল নামে এক ব্যক্তির ছেলের সঙ্গে। মেয়ের বিয়ের পর মেয়ের শ্বশুর নীলকলমের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে ফুলমালার। সেই সম্পর্কের কথা নির্মল জানতেই সংসারে শুরু হয় অশান্তি। ২০২১ সালের ১২ জানুয়ারি রাতে নির্মলের খাবারে বিষ মিশিয়ে দেন ফুলমালা। এর পর গলায় মাফলার পেঁচিয়ে নিজের স্বামীকে খুন করে ফুলমালা। নির্মলের ছোটভাই মধুখালি থানায় খুনের মামলা করেন। এর পর দিনই নীলকমল আত্মহত্যা করেন।

সেই ঘটনার তদন্ত করে পুলিশ। জেরায় ফুলমালা স্বামীকে নির্মলকে খুনের কথা স্বীকার করে নেন। সেই মামলাতেই ফুলমালাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন ফরিদপুর অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক অশোক কুমার দত্ত। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের জেলে সাজা রয়েছে। রায় ঘোষণার সময় আদালতেই ছিলেন ফুলমালা।