AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাংলাদেশে আরও ২০০ টন মেডিক্যাল অক্সিজেন পাঠাল ভারত

এই নিয়ে গত ২৫ দিনে রেলে ভারত থেকে ১ হাজার ৬১৭ মেট্রিক টন অক্সিজেন পাঠানো হয়েছে বাংলাদেশে।

বাংলাদেশে আরও ২০০ টন মেডিক্যাল অক্সিজেন পাঠাল ভারত
ফাইল চিত্র।
| Edited By: | Updated on: Aug 18, 2021 | 9:22 PM
Share

ঢাকা: ভারত থেকে ২০০ টন তরল মেডিক্যাল অক্সিজেন পাঠানো হল বাংলাদেশে। রবিবার বেনাপোল পৌঁছয় সেই অক্সিজেন। সেখান থেকে বাংলাদেশে প্রবেশ করে।

এই নিয়ে গত ২৫ দিনে রেলে ভারত থেকে ১ হাজার ৬১৭ মেট্রিক টন অক্সিজেন পাঠানো হয়েছে বাংলাদেশে। বন্দর ও কাস্টমসের হাসপাতাল ও ক্লিনিকে এ সব অক্সিজেন সরবরাহ করা হবে। রেলের পাশাপাশি সড়ক পথেও বাংলাদেশে পাঠানো হচ্ছে অক্সিজেন। নিষেধাজ্ঞা প্রত্যাহারের গত ২১ জুন থেকে ১৭ অগস্ট পর্যন্ত সড়ক পথে বাংলাদেশ আমদানি করেছে ৫ হাজার ৩২৫ মেট্রিক টন অক্সিজেন।

অন্যদিকে, দেশে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় অক্সিজেনের চাহিদা বেড়ে যাওয়ায় আমদানি বাড়ানো হয়েছে। ভারত যে অক্সিজেন উৎপাদন করে তার বড় একটি অংশ বাংলাদেশে রফতানি করে থাকে। বাংলাদেশ ও তার চাহিদার প্রায় সবটুকু আমদানি করে ভারত থেকে।

বেনাপোল বন্দর দিয়ে অক্সিজেন আমদানিকারকেরা হচ্ছেন, লিনডে বাংলাদেশ, এক্সপেট্রা অক্সিজেন, পিউর অক্সিজেন, বেঙ্গল অক্সিজেন ও ইসলাম অক্সিজেন আমদানি করে থাকেন। এর মধ্যে লিনডে বাংলাদেশ ও এক্সপেট্রা অক্সিজেন নামে দুই আমদানিকারক ৮০ শতাংশ অক্সিজেন আমদানি করেন। রেলপথে শুধু লিনডে বাংলাদেশ অক্সিজেন আমদানি করেন। আরও পড়ুন: ঢাকার আবেদনে অবশেষে সাড়া দিল্লির, চলতি মাসেই চালু হচ্ছে ভারত-বাংলাদেশ উড়ান পরিষেবা