AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাংলাদেশে মৌলবাদীদের তাণ্ডব, হামলা হিন্দু মন্দিরে

সে দেশের সংবাদ মাধ্যম অনুযায়ী, হেফাজতে ইসলামের কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় ১৪ ঘণ্টা রাস্তা অবরোধ করে রেখেছিলেন।

বাংলাদেশে মৌলবাদীদের তাণ্ডব, হামলা হিন্দু মন্দিরে
ছবি- পিটিআই
| Updated on: Mar 28, 2021 | 10:20 PM
Share

ঢাকা: বাংলাদেশে (Bangladesh) কট্টরপন্থী মৌলবাদীদের তাণ্ডব। প্রায় ১০০ জনের একটি দল একাধিক হিন্দু মন্দির ও এক্সপ্রেস ট্রেনে হামলা চালায় বলে অভিযোগ। আশুগঞ্জের কাছে একটি রেলসেতুতে আগুনও লাগিয়ে দেয় মৌলবাদী সংগঠনের সদস্যরা। মৌলবাদীদের এই তাণ্ডবের জেরে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালিতে ট্রেন চলাচল এখনও বন্ধ। ঘটনায় অভিযোগের আঙুল হেফাজতে-ই-ইসলামের বিরুদ্ধে।

সে দেশের সংবাদ মাধ্যম অনুযায়ী, হেফাজতে ইসলামের কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় ১৪ ঘণ্টা রাস্তা অবরোধ করে রেখেছিলেন। ১৩টি গাড়িতে আগুন ও ৫০টি গাড়ি ভাঙচুর করার অভিযোগ তাদের বিরুদ্ধে। যদিও বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমকে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মহম্মদ জায়েদুল আলম জানিয়েছেন, রাস্তায় আগুল জ্বালানো ও গাড়ি ভাঙচুরের সঙ্গে জড়িত নয় হেফাজতে।

বিগত কয়েক দিন ধরেই উত্তাল বাংলাদেশ। মৌলবাদীর বিক্ষোভে বারবার বিঘ্নিত হয়েছে সে দেশের আইন-শৃঙ্খলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ রবার বুলেট, গুলি ছুড়তেও বাধ্য হয়েছে। প্রসঙ্গত কয়েক দিন আগেই বাংলাদেশের (Bangladesh) সুনামগঞ্জের হিন্দু অধ্যুষিত নোয়াগাঁও গ্রামে হামলা চালিয়েছিল কয়েক হাজার দুষ্কৃতি। এই হামলার ঘটনায় ঘরছাড়া হতে বাধ্য হয়েছিলেন গ্রামবাসীরা। হামলার অভিযোগ মূলত হেফাজতে ইসলাম সমর্থকদের বিরুদ্ধে উঠেছিল। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, হামলাকারীরা ওই গ্রামের ৮৮টি বাড়িঘর ও ৭-৮টি পারিবারিক মন্দির ভাঙচুর করেছিলেন। চলেছিল লুটপাটও।

আরও পড়ুন: সুয়েজের ‘জাহাজ-জটে’ টান পড়তে পারে মধ্যবিত্তের পকেটেও!