Britain: প্রেম দিবসে নিলামে উঠল ২০০ পুরুষ, নিতম্ব দুলিয়ে চলল মহিলাদের আকর্ষণের খেলা
Auctions of men on Valentine's Day: ব্রিটেনের কোয়োট আগ্লি বারে ভ্যালেন্টাইনস ডে-তে হল পুরুষদের নিলাম। নিতম্ব দুলিয়ে শরীর দেখিয়ে মহিলাদের মন জয় করলেন নিলামে ওঠা পুরুষরা।
লন্ডন: ভ্যালেন্টাইন্স ডে বা প্রেম দিবসে সিঙ্গল মহিলাদের জন্য নিলামে তোলা হল পুরুষদের। হ্যাঁ অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। ব্রিটেনের কোয়োট আগ্লি নামে এক বারে ভ্যালেন্টাইনস ডে-র দিন দর হেঁকে পছন্দের পুরুষদের সঙ্গে মিনি ডেট জিতলেন সুন্দরী মহিলারা। সব মিলিয়ে প্রায় ২০০ পুরুষের নিলাম হয়েছে। কোয়োট আগ্লি বারের জেনারেল ম্যানেজার হ্যানা লাইবার্ট জানিয়েছেন, “আমরা একটা মজার অনুষ্ঠান করতে চেয়েছিলাম। যাতে আমরা সিঙ্গল মহিলা এবং দম্পতিরা একসঙ্গে মজা করতে পারেন।”
তিনি আরও জানিয়েছেন, অবিবাহিত বা সিঙ্গল মহিলারা সাধারণত ভ্যালেন্টাইনস ডে একা বা তাদের মেয়ে বন্ধুদের সঙ্গে কাটাতে বাধ্য হন। এই অভিনব নিলামের মাধ্যমে তারা তাদের জীবনের সম্ভাব্য পুরুষকে খুঁজে পেয়েছেন। যদি সারা জীবনের জন্য নাও হয়, তাহলেও একদিনের জন্য তারা তাদের ভালবাসার আকাঙ্খা পূরণ করতে পেরেছেন। তাও যদি না হয়, তাহলে তারা অন্তত একি মজাদার ডেটিং অভিজ্ঞতা বা একটি সুখকর রাতের অভিজ্ঞতা লাভ করেছেন।
প্রথমে যে পুরুষরা নিজেদের নিলামে ওঠাতে চান, তাদের নাম নথিভুক্ত করা হয়। তারপর, বারে উপস্থিত মহিলাদের সামনে তাদেরকে উপস্থিত করা হয়। তারা নিতম্ব দুলিয়ে, নিজেদের শরীর প্রদর্শন করে মহিলাদের আকৃষ্ট করার সব চেষ্টা করেন। এরপর ছিল মহিলাদের দর হাঁকার পালা। সর্বোচ্চ দরদাতারা তাঁদের পুরুষের সঙ্গে একটি ইন হাউস মিনি ডেট জিতে নেন। পুরুষদের জন্য কি কিছুই ছিল না? না তা নয়। যে পুরুষরা নিজেদের নিলামে তুলেছেন, তাঁদেরকে একটি করে বিয়ারের পিচার পুরস্কার দেওয়া হয়েছে।
তবে, এই ঘটনা যে প্রথমবার ঘটল, তা নয়। কোয়োট আগ্লি বারে প্রতি বছরই প্রেম দিবসে এই মজার নিলামের আয়োজন করা হয়। হ্যানা জানিয়েছেন, এর আগে যারা এই নিলামের মাধ্যমে মিলিত হয়েছেন, তাঁদের অনেকেই এখনও সম্পর্কে আছেন। অনেকে বিয়ে পর্যন্ত করেছেন। এই ইভেন্টের সমস্ত তহবিল দুঃস্থ মহিলাদের সাহায্যার্থে দান করা হবে।