ওয়াশিংটন: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মার্কিন মুলুক। ক্যালিফোর্নিয়ার উপকূলে জোরাল ভূমিকম্পের ধাক্কা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭। ভূমিকম্পের পরই জারি করা হয়েছে সুনামির সতর্কতা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার উপকূলে, ফার্নডেল থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ভূপৃৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল।
মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়, জোরাল ভূমিকম্পের জেরে সুনামির সম্ভাবনা রয়েছে। ভূমিকম্পের উৎসস্থল থেকে ৩০০ কিলোমিটার এলাকার মধ্যে থাকা উপকূ্লে আছড়ে পড়তে পারে সুনামি। হনুলুলুর ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তরফেও সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
🚨 Más imágenes del #sismo de magnitud 7 que sacudió el norte de #California 🚨, generando alerta de #Tsunami 🚨Las autoridades temen posibles réplicas y piden a la población estar alerta🌧️#californiaearthquake #earthquake
🎥 De la Red pic.twitter.com/ljDgPnjgK2
— POSTA México (@PostaMexico) December 5, 2024
এখনও বড় কোনও ঢেউ আছড়ে না পড়লেও, উপকূলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। বহু মানুষ ইতিমধ্যেই এলাকা ছেড়ে চলে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে।
এদিকে, ভূমিকম্পের জেরেও আতঙ্কে সিঁটিয়ে বাসিন্দারা। এত জোরাল ভূমিকম্প তারা আগে কখনও অনুভব করেনি বলেই দাবি। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে কম্পনের মাত্রা বেশি হওয়ায়, বেশ ক্ষয়ক্ষতি হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
magnitude 7 earthquake that occurred in California today captured on camera! Mother Nature is impressive. #californiaearthquake #earthquake #UnitedStates #Everyone pic.twitter.com/PYeoKEBle8
— Ronald Besaw 🇺🇸 (@ronbesaw1) December 5, 2024
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভূমিকম্পের ভিডিয়োয় দেখা যাচ্ছে, বাড়িঘর পেন্ডুলামের মতো দুলছে। মেঝেতে আছড়ে পড়ছে সবকিছু। রাস্তাঘাটেও মাটি ফুলে উঠতে দেখা গিয়েছে।