৫ বছর সংসার করার জন্য প্রাক্তন স্ত্রীকে দিতে হবে সাড়ে ৫ লক্ষ টাকা, নির্দেশ আদালতের

৫ বছরের গৃহবধূ জীবনের জন্য ৭ হাজার ৭০০ ডলার দেওয়ার নির্দেশ দিল আদালত। যা ভারতীয় মুদ্রায় ৫ লক্ষ ৫৭ হাজার টাকারও বেশি।

৫ বছর সংসার করার জন্য প্রাক্তন স্ত্রীকে দিতে হবে সাড়ে ৫ লক্ষ টাকা, নির্দেশ আদালতের
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Feb 25, 2021 | 3:14 PM

বেজিং: গৃহবধূরা অক্লান্ত পরিশ্রম করে সংসার গড়ে তোলেন। অনেকেই সংসারের জন্য ত্যাগ করেন কর্মজীবন। পরে বিবাহ বিচ্ছেদ হলে ছেড়ে চলে যেতে হয় সেই সাধের সংসার। এ বার এই বিষয়ে একটি ব্যতিক্রমী রায় দিল আদালত। বিচ্ছেদের পর প্রাক্তন স্ত্রীকে ৫ বছরের গৃহবধূ জীবনের জন্য ৭ হাজার ৭০০ ডলার দেওয়ার নির্দেশ দিল আদালত। যা ভারতীয় মুদ্রায় ৫ লক্ষ ৫৭ হাজার টাকারও বেশি।

স্বামী আদালতে বিচ্ছেদ চাইতে গেলে ৫ বছরের ক্ষতিপূরণ চান তাঁর প্রাক্তন স্ত্রী। সেই ঘটনায়ই স্ত্রীকে ৫ বছরের জন্য ৭ হাজার ৭০০ ডলার দেওয়ার নির্দেশ দিল আদালত। এ ছাড়াও তাঁদের সন্তানের জন্য প্রতি মাসে ২০০০ ইউহান দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। যা ভারতীয় মুদ্রায় ২০ হাজার টাকার বেশি। পাশাপাশি সম্পত্তিও সমান ভাগে ভাগ করার নির্দেশ দিয়েছে আদালত।

আদালতের এই নির্দেশ দিয়ে সোশ্য়াল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বলছেন, এই ক্ষতিপূরণ খুবই সামান্য। অনেক বিশেষজ্ঞ আবার বলছেন সংসার করা সময় টাকা দিয়ে বিচার করা যায় না। তবে বিচ্ছেদের পর ৫ সংসার করার জন্য টাকা ধার্য নিয়ে জোর আলোচনা চলছে নেট জগতে।

আরও পড়ুন: মহিলার হৃৎপিণ্ড কুচি কুচি করে কেটে আলুর তরকারি রান্না করল যুবক