মহিলার হৃৎপিণ্ড কুচি কুচি করে কেটে আলুর তরকারি রান্না করল যুবক
তরকারি কাকু, কাকিমাকে খেতে দেওয়ারও চেষ্টা করেন ওই যুবক। তারপর কাকু ও ৪ বছরের খুড়তুতো বোনকে খুন করেন তিনি।
জেলে দীর্ঘ দিন বন্দি থাকার পর বেরিয়েই নৃশংস কাণ্ড ঘটালেন এক যুবক। যা দেখে শিউরে উঠছে গোটা বিশ্ব। প্রথমে প্রতিবেশী এক মহিলাকে খুন করে তাঁর হৃৎপিণ্ড (Heart) বের করেন তিনি। সেই হৃৎপিণ্ড নিয়ে যান কাকুর বাড়ি। সেখানে কুচি কুচি করে কেটে আলু দিয়ে হৃৎপিণ্ডের তরকারি রান্না করেন তিনি। সেই তরকারি কাকু, কাকিমাকে খেতে দেওয়ারও চেষ্টা করেন ওই যুবক। তারপর কাকু ও ৪ বছরের খুড়তুতো বোনকে খুন করেন তিনি। এমনই অভিযোগ ওই যুবকের বিরুদ্ধে।
নৃশংস এই ঘটনায় জখম হলেও কোনও মতে প্রাণে বেঁচে যান কাকিমা। অভিযুক্ত লরেন্স পল অ্যান্ডেরসন ওকালহোমার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে সার্চ ওয়ারেন্টে লেখা রয়েছে, ‘তিনি শয়তানকে পরিবার থেকে সরাতে হৃৎপিণ্ড দিয়ে আলুর তরকারি রান্না করেছিলেন।” ঠাণ্ডা মাথায় অ্যান্ডেরসন ৪ বছরের বোনকেও খুন করতে পিছপা হয়নি।
ওকালহোমার গভর্নর কেলভিন স্টিটের অনুমতি নিয়েই জেল থেকে ছাড়া পেয়েছিলেন অ্যান্ডেরসন। এর আগে দীর্ঘ দিন জেলে বন্দি ছিলেন তিনি। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, আদালতে ২ জনকে খুন করার কথা স্বীকার করেছেন তিনি।