AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bizarre: পেটে প্রায় তিন কেজি চুল! চুল খেয়ে মাথা ন্যাড়া করে ফেলেছে কিশোরী

Chinese Teen: চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর বুঝতে পারেন, ওই কিশোরীর পেট ভর্তি রয়েছে চুলে। সেই চুল রীতিমতো দলা পেকে বসে রয়েছে পাকস্থলীতে।

Bizarre: পেটে প্রায় তিন কেজি চুল! চুল খেয়ে মাথা ন্যাড়া করে ফেলেছে কিশোরী
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Nov 29, 2022 | 4:07 PM
Share

বেজিং: পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের স্বভাব থাকে। অনেকের স্বভাব হয় আবার উদ্ভট। ঠিক যেমন চিনের ১৪ বছরের এক মেয়ের। নিজের মাথার চুল ছিঁড়ে চিবিয়ে খাওয়া তার অভ্যাস। বছরের পর বছর ধরে এই কাজ করে যাচ্ছে সে। দিনের পর দিন চুল চিবিয়ে খেয়ে তার পেটের মধ্যে তৈরি হয়েছে চুলের গোলা। যার ওজন প্রায় তিন কেজি। চুল টেনে তুলতে তুলতে তাঁর মাথাও হয়ে গিয়েছে প্রায় ন্যাড়া। চিনের সংবাদপত্র সাউথ চায়না মর্নিং পোস্টে সম্প্রতি এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তার পরই ১৪ বছরের কিশোরীর উদ্ভট স্বভাবের কথা প্রকাশ্যে এসেছে। তা দেখে নেটিজেনরাও অবাক।

জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন ওই কিশোরী। কোনও খাবার খেতে পারছিলেন না। সেই সমস্যা নিয়েই চিকিৎসকদের কাছে যান তিনি। তখনই চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর বুঝতে পারেন, ওই কিশোরীর পেট ভর্তি রয়েছে চুলে। সেই চুল রীতিমতো দলা পেকে বসে রয়েছে পাকস্থলীতে। এর পর চিকিৎসকরা অস্ত্রোপচার করেন। সেই অস্ত্রোপচারের পর ওই কিশোরীর পেট থেকে তিন কেজি চুলের ডেলা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। এই ধরনের সমস্যাকে বলে পিকা। এই সমস্যায় আক্রান্তরা নোংরা, কাগজ, মাটি এবং খাওয়া হয় না এ রমক জিনিস খেয়ে থাকেন।

চিনের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, চিনের শাংসি প্রদেশে থাকে ওই কিশোরী। কিশোরীর বাবা-মা কাজের সূত্রে বাইরে থাকেন। দাদু-দিদার কাছেই থাকে ওই কিশোরী। সমস্যা না হওয়া অবধি তাঁরা বিষয়টি বুঝতে পারেননি। বিষয়টি নিয়ে চিকিৎসক বলেছেন, “কিশোরী আমাদের কাছে এসেছিল, কারণ সে খেতে পারছিল না। আমরা দেখলাম তার পাকস্থলী চুলে পরিপূর্ণ। এত চুল সেখানে রয়েছে যে খাবার যাওয়ার জায়গা নেই। তার অন্ত্রও ব্লক হয়ে গিয়েছিল।”