সিডনি: ফের কোভিড (Covid 19) আতঙ্ক। অস্ট্রেলিয়ার সিডনির একটি ক্রুজে ৮০০ জন যাত্রীর করোনা পরীক্ষা করা হয়। জানা গিয়েছে, তারা সকলেই পজিটিভ। সেই ক্রুজ বন্দরে ভিড়তেই আতঙ্কে চোখমুখ শুকিয়ে গিয়েছে সকলের। উদ্বেগের ছাপ প্রশাসনের কপালেও। নতুন করে কোভিড প্রোটোকল বলবৎ করার বিষয়ে ভাবনাচিন্তা করছে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রক। বিলাসবহুল ওই ক্রুজেই করোনা আক্রান্তদের রাখার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস জনবহুল প্রদেশ। সেখানকার রাজধানী সিডনির বন্দরে কার্নিভাল অস্ট্রেলিয়া সংস্থার ম্যাজেস্টিক প্রিন্সেস নামে বিলাসবহুল ক্রুজ ভিড়তেই এই বিপদের খবর সামনে আসে। সেই জাহাজে থাকা ৮০০ জন যাত্রীর শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়।
নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্যমন্ত্রক মনে করছে, এই সংক্রমণ ঝুঁকির মাত্রা ‘টিয়ার থ্রি’ স্তরে। যা বড়সড় সংক্রমণেরই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে তারা। এই ঘটনা মনে করাচ্ছে ২০২০ সালের একটি ঘটনা। সে সময় কোভিডের দাপটে ত্রস্ত গোটা বিশ্ব। রুবি প্রিন্সেস ক্রুজ শিপে এভাবেই ছড়িয়ে পড়েছিল সংক্রমণ। সে সময় নিউ সাউথ ওয়েলসেও ৯১৪ জনের সংক্রমণের খবর এসেছিল। ২৮ জন মারা গিয়েছিলেন বলেও জানা যায়।
স্বাস্থ্যমন্ত্রকের কর্তা ক্লেয়ার ও’নেইল জানিয়েছেন, ২০২০ সালের ঘটনা থেকে শিক্ষা নিয়ে সবরকম কোভিড প্রোটোকল তৈরি রেখেছে। নিভৃতাবাসে ওই জাহাজেই থাকবেন কোভিড আক্রান্তরা। কোভিডমুক্ত হলে সকলে বের করে আনা হবে জাহাজ থেকে। জাহাজ সংস্থা জানিয়েছে, কোভিড আক্রান্তদের সকলের প্রয়োজনীয় চিকিৎসার ব্য়বস্থা করা হয়েছে। ওমিক্রনের ভ্যারিয়েন্ট XBB ইতিমধ্যেই সে দেশে ভয়ের পরিবেশ তৈরি করেছে। অস্ট্রেলিয়ায় গত কয়েকদিনে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। এরমধ্যে সিডনি বন্দরের যে ঘটনা সামনে এল তাতে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কাও যে অমূলক নয় তা মানছে স্বরাষ্ট্রমন্ত্রক।