AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dengue vaccine: আসতে চলেছে ডেঙ্গির টিকা, দ্বিতীয় ট্রায়াল রান ‘সফল’

Bangladesh: এখনও পর্যন্ত ডেঙ্গি ঠেকাতে কোনও ভ্যাকসিন বাজারে আসেনি। ফলে মশাবাহিত এই রোগের প্রকোপ যেমন বেশি, তেমনই সঠিক সময়ে চিকিৎসা শুরু না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে এবার ডেঙ্গি প্রতিরোধে ভ্যাকসিন তৈরির ব্যাপারে বিশেষ তৎপর হয়েছে বাংলাদেশের চিকিৎসা গবেষণাকেন্দ্র আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র।

Dengue vaccine: আসতে চলেছে ডেঙ্গির টিকা, দ্বিতীয় ট্রায়াল রান 'সফল'
ডেঙ্গির ভ্যাকসিন। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 28, 2023 | 10:36 PM
Share

ঢাকা: ডেঙ্গিতে (Dengue) মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। বর্তমানে বাংলাদেশে তো ডেঙ্গি-পরিস্থিতি ভয়াবহ। এখনও পর্যন্ত ডেঙ্গি ঠেকাতে কোনও ভ্যাকসিন (Vaccine) বাজারে আসেনি। ফলে মশাবাহিত এই রোগের প্রকোপ যেমন বেশি, তেমনই সঠিক সময়ে চিকিৎসা শুরু না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে এবার ডেঙ্গি প্রতিরোধে ভ্যাকসিন তৈরির ব্যাপারে বিশেষ তৎপর হয়েছে বাংলাদেশের চিকিৎসা গবেষণাকেন্দ্র আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (ICDDR, B)। ইতিমধ্যে এই সংস্থা ডেঙ্গি-টিকা আবিষ্কার করেছে এবং এটির দ্বিতীয় ট্রায়াল রান সফল হয়েছে বলে দাবি আইসিডিডিআর, বি-র গবেষকদের।

আইসিডিডিআর, বি সূত্রে খবর, আইসিডিডিআর,বি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের (ইউভিএম) লার্নার কলেজ অব মেডিসিনের গবেষকরা যৌথভাবে ডেঙ্গির টিকা আবিষ্কার করেছেন। ভ্যাকসিনটির নাম, TV-005। এই টিকার প্রথম ট্রায়াল রান আগেই সফল হয়েছিল। সম্প্রতি বাংলাদেশে টিকাটির দ্বিতীয় ট্রায়াল সম্পন্ন হয়েছে এবং সেটি সফল হয়েছে বলে গবেষকদের দাবি। এটি ডেঙ্গির চার ধরনের ভাইরাসের বিরুদ্ধেই উপযোগী বলেও জানিয়েছেন ICDDR-এর গবেষকরা। সম্প্রতি দ্য ল্যানসেট ইনফেকশাস ডিজিজেস জার্নালে এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে।

ডেঙ্গি টিকার সফল ট্রায়ান রানের খবরটি বিজ্ঞপ্তি দিয়ে নিশ্চিত করেছে আইসিডিডিআর,বি। সংস্থার তরফে বলা হয়েছে, প্রথমবারের মতো ডেঙ্গি প্রবণ বাংলাদেশে একটি সম্ভাব্য ভ্যাকসিনের গবেষণা সম্পন্ন করেছেন আইসিডিডিআর,বি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের (ইউভিএম) লার্নার কলেজ অব মেডিসিনের গবেষকরা। এটি ডেঙ্গির চার ধরনের ভাইরাসের বিরুদ্ধেই উপযোগী। এই ভ্যাকসিনটি শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য নিরাপদ এবং একটি ডোজই প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম বলে জানিয়েছেন আইসিডিডিআর-এর গবেষক শইফুল আলম।