Donald Trump: যেমন কথা, তেমন কাজ, ১০০ জনকে প্লেনে তুলে বাড়ি পাঠিয়ে দিলেন ট্রাম্প, গ্রেফতার ৫০০

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 24, 2025 | 2:48 PM

Deportation: ট্রাম্প প্রশাসনের তরফে তাদের কাজের বহরের হালকা ঝলক দিয়ে জানানো হয়েছে, ধর্ষণ, শিশুদের সঙ্গে যৌনতা, যৌন নির্যাতনের মতো অপরাধে জড়িতদের ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

Donald Trump: যেমন কথা, তেমন কাজ, ১০০ জনকে প্লেনে তুলে বাড়ি পাঠিয়ে দিলেন ট্রাম্প, গ্রেফতার ৫০০
অ্যাকশন মোডে ট্রাম্প।
Image Credit source: PTI

Follow Us

ওয়াশিংটন: যেমন কথা, তেমন কাজ। মাত্র তিনদিন হয়েছে, তার মধ্যেই নিজের কথা রাখলেন ট্রাম্প। প্রেসিডেন্টের ক্ষমতায় বসেই শুরু করলেন ধরপাকড়। ধরে ধরে আমেরিকায় অবৈধভাবে বসবাসকারীদের গ্রেফতার করতে শুরু করল ট্রাম্প প্রশাসন। তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাও করা হচ্ছে।

এ দিন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিয়েভিট জানান, ইতিমধ্যেই মার্কিন প্রশাসন ৫৩৮ জন অবৈধভাবে বসবাসকারীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে শতাধিক ব্যক্তিকে সামরিক এয়ারক্রাফ্টে করে ডিপোর্ট অর্থাৎ ফেরত পাঠানো হয়েছে।

প্রেস সেক্রেটারি জানান, ধৃত অবৈধ বসবাসকারীদের মধ্যে জঙ্গি সন্দেহভাজন, ট্রেন ডে আরাগুয়া গ্যাংয়ের ৪ সদস্য এবং অপ্রাপ্তবয়স্কদের উপরে যৌনতা সংক্রান্ত অপরাধে জড়িতরাও রয়েছে। তিনি বলেন, “ইতিহাসে সবথেকে বড় ডিপোর্টেশন অপারেশন চলছে। প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে।”

ট্রাম্প প্রশাসনের তরফে তাদের কাজের বহরের হালকা ঝলক দিয়ে জানানো হয়েছে, ধর্ষণ, শিশুদের সঙ্গে যৌনতা, যৌন নির্যাতনের মতো অপরাধে জড়িতদের ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, নির্বাচনী প্রচার থেকেই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সীমান্ত সুরক্ষিত করার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, আমেরিকায় সম্পূর্ণভাবে অনুপ্রবেশ বন্ধ করা হবে। যারা এতদিন ধরে বৈধ নথি ছাড়া আমেরিকায় বসবাস করছেন, তাদের ফেরত পাঠানো হবে। ইতিমধ্যেই চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। তাদের সকলকে ফেরত পাঠানো হবে।

Next Article