E-Bike Battery Blast: ই-বাইকের ব্যাটারি ফেটে ভয়াবহ আগুন, মর্মান্তিক পরিণতি ভারতীয় তরুণ সাংবাদিকের

Feb 25, 2024 | 12:33 PM

E-Bike Battery Blast: কলম্বিয়া জার্নালিজম স্কুলের প্রাক্তন ছাত্র ফাজিল খান ডেটা জার্নালিস্টের কাজ করছিলেন। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকেই ওই কাজ করছিলেন তিনি। জানা গিয়েছে, সাংবাদিকতার শুরুতেই ভারতের একাধিক সংবাদমাধ্যমে কাজ করেছেন তিনি। পরে উচ্চশিক্ষার জন্য চলে যান নিউ ইয়র্কে।

E-Bike Battery Blast: ই-বাইকের ব্যাটারি ফেটে ভয়াবহ আগুন, মর্মান্তিক পরিণতি ভারতীয় তরুণ সাংবাদিকের
মৃত ফাজিল খান
Image Credit source: Linkedin

Follow Us

নিউ ইয়র্ক: ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ ইয়র্কে মৃত্যু হল এক ভারতীয় যুবকের। ইলেকট্রনিক বাইরে ব্যবহৃত লিথিয়াম আয়ন ব্যাটারি ফেটে আগুন লাগে বলে জানা গিয়েছে। আগুন ছড়িয়ে যায় গোটা অ্যাপার্টমেন্টে। সেই অগ্নিকাণ্ডেই মৃত্যু হয়েছে ফাজিল খান নামে ওই ভারতীয় যুবকের। ২৭ বছরের ওই যুবকের পরিবারের সঙ্গে ভারতীয় দূতাবাসের তরফে যোগাযোগ করা হয়েছে। জানা গিয়েছে, অ্যাপার্টমেন্টে এমনভাবে আগুন ছড়িয়ে গিয়েছিল যে পালানোর পথ খুঁজে পাচ্ছিলেন না বাসিন্দারা।

নিউ ইয়র্কের হারলেমের ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন এমনভাবে ছড়িয়ে পড়েছিল যে বিল্ডিং-এর ওপর থেকেই ঝাঁপ দিয়ে বাঁচার চেষ্টা করেন অনেকে। আহত হয়েছেন অন্তত ১৭ জন। ভারতে আনা হচ্ছে ওই যুবকের দেহ।

কলম্বিয়া জার্নালিজম স্কুলের প্রাক্তন ছাত্র ফাজিল খান ডেটা জার্নালিস্টের কাজ করছিলেন। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকেই ওই কাজ করছিলেন তিনি। জানা গিয়েছে, সাংবাদিকতার শুরুতেই ভারতের একাধিক সংবাদমাধ্যমে কাজ করেছেন তিনি। বিজনেস স্ট্যান্ডার্ড, সিএনএন-নিউজ ১৮ -এ কপি রাইটারের কাজ করেছেন তিনি। পরে ২০২০ সালে মার্কিন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য চলে যান।

জানা গিয়েছে ওই অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের দড়ি দিয়ে নামাতে হয়েছে। ওপর থেকে ছড়াতে শুরু করেছিল আগুন। মোট ১৮ জনকে উদ্ধার করা হয় ওই বিল্ডিং থেকে, তার মধ্যে ১২ জনকে ভর্তি করা হয় হাসপাতালে। নিউ ইয়র্কের দমকল বিভাগ সূত্রে জানা গিয়েছে, গত এক বছরে এই লিথিয়াম আয়ন ব্যাটারি ফেটে ২৬৭টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, মৃত্যু হয়েছে ১৮ জনের, ১৫০ জন আহত হয়েছেন।

Next Article