Earthquake: ফিলিপিন্স ও মিন্দানা দ্বীপে জোরাল ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

Tsunami alert: জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স, মিন্দানাও। শনিবার স্থানীয় সময় বিকাল ৪টে নাগাদ এই দ্বীপরাষ্ট্রে জোরাল ভূমিকম্পে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

Earthquake: ফিলিপিন্স ও মিন্দানা দ্বীপে জোরাল ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 02, 2023 | 9:15 PM

ম্যানিলা: জোরাল ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল ফিলিপিন্স, মিন্দানাও। শনিবার স্থানীয় সময় বিকাল ৪টে নাগাদ এই দ্বীপরাষ্ট্রে জোরাল ভূমিকম্পে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে ফিলিপিন্স ও জাপান উপকূলে সুনামি (Tsunami) সতর্কতা জারি করা হয়েছে।

ইউরোপিয়ান-মেডজিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) সূত্রে খবর, এদিন সন্ধ্যায় জোরাল ভূমিকম্প অনুভূত হয় ফিলিপিন্স ও এর দক্ষিণে মিন্দানা দ্বীপে। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৭.৫। কম্পনের উৎসস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৬৩ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পের পর সুনামি সতর্কতাও জারি করা হয়েছে।

প্রসঙ্গত, এদিন সকালে ভূমিকম্পে কেঁপে উঠেছিল বাংলাদেশ। রিখটার স্কেলে ওই কম্পনের তীব্রতা ছিল ৫.৬। পড়শি দেশে ভূমিকম্পের জেরে উত্তরবঙ্গেও মৃদু কম্পন অনুভূত হয়েছিল। অন্যদিকে, চলতি মাসের গোড়াতেই জোরাল ভূমিকম্পের কবলে পড়ে দক্ষিণ ফিলিপন্স। রিখটার স্কেলে ওই কম্পনের তীব্রতা ছিল ৬.৭। ওই ভূমিকম্পে ৮ জনের মৃত্যু হয়েছিল।