Twitter: এবার মজাও সাজা টুইটারে! এই কাজ করলেই বন্ধ হবে অ্যাকাউন্ট, মিলবে না সতর্কবার্তাও…
Twitter Account suspend: যদি কোনও টুইটার ব্যবহারকারী তার অ্যাকাউন্টের নাম বদল করেন, তবে সাময়িকভাবে টুইটারের ভেরিফিকেশন চেকমার্ক বা ব্লু টিক তুলে নেওয়া হবে।
সান ফ্রান্সিসকো: ফের বড় ঘোষণা ইলন মাস্কের। একের পর এক বদল আসছে টুইটারে। গত সপ্তাহেই টুইটারের নতুন মালিক জানিয়েছিলেন, টুইটারে একাধিক পরিবর্তন আনা হবে মানোন্নয়নের জন্য। ইতিমধ্যেই টুইটার অ্যাকাউন্ট অথেনটিকেশন বা ব্লু টিকের জন্য মাসিক ৮ ডলার দেওয়ার নিয়ম চালু হয়ে গিয়েছে আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ একাধিক দেশে। ভারতেও আগামী মাসের মধ্যেই এই নিয়ম চালু হয়ে যাবে বলে জানিয়েছেন খোদ ইলন মাস্ক। এবার তিনি টুইটারের অ্যাকাউন্ট বন্ধ করা নিয়েও বড় ঘোষণা করলেন।
রবিবারই ইলন মাস্ক টুইট করে বলেন, যে সমস্ত টুইটার ব্যবহারকারী অপর কোনও ব্যক্তির নকল করেন এবং তা যদি প্যারোডি হিসাবে স্পষ্টভাবে উল্লেখ না করেন, তবে বিনা সতর্কবার্তাতেই টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। ব্যবহারকারীদের সুরক্ষা ও তাদের সম্মান রক্ষার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে টুইটার সূত্রে।
যেভাবে টুইটেই মাইক্রো ব্লগিং সংস্থায় একের পর এক পরিবর্তন আনার কথা ঘোষণা করছেন সংস্থার নতুন মালিক ইলন মাস্ক, রবিবারও সেই ধারা বজায় রেখেই তিনি টুইট করে বলেন, “আসন্ন দিনে যে টুইটার অ্যাকাউন্টগুলি অন্য কোনও অ্যাকাউন্টের নকল করবে প্য়ারোডি উল্লেখ না করে, তাদের বিনা সতর্কবার্তাতেই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে।”
Going forward, any Twitter handles engaging in impersonation without clearly specifying “parody” will be permanently suspended
— Elon Musk (@elonmusk) November 6, 2022
অপর একটি টুইটে ইলন মাস্ক জানান, আগে টুইটারের তরফে কোনও অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার আগে সতর্কবার্তা দেওয়া হত। কিন্তু বর্তমানে টুইটার একাধিক ভেরিফিকেশনের ব্যবস্থা করছে, এই কারণেই এবার থেকে কোনও সতর্কবার্তা বা ছাড় দেওয়া হবে না। টুইটার ব্লু-তো সাইন আপ করার সময় এই শর্ত উল্লেখ করা থাকবে বলেই উল্লেখ করেন ইলন মাস্ক।
Previously, we issued a warning before suspension, but now that we are rolling out widespread verification, there will be no warning.
This will be clearly identified as a condition for signing up to Twitter Blue.
— Elon Musk (@elonmusk) November 6, 2022
তিনি আরও জানান, যদি কোনও টুইটার ব্যবহারকারী তার অ্যাকাউন্টের নাম বদল করেন, তবে সাময়িকভাবে টুইটারের ভেরিফিকেশন চেকমার্ক বা ব্লু টিক তুলে নেওয়া হবে।
উল্লেখ্য, শনিবার থেকেই আইওএস ফোনে টুইটারের নতুন আপডেট এসেছে। টুইটারের ভেরিফিকেশন চেকমার্কের জন্য এবার থেকে প্রতি মাসে ৮ ডলার করে দিতে হবে।