Bangladesh Unrest: ‘প্রত্যেক ছাত্রের হাতে রাইফেল তুলে দিতে হবে’, যুদ্ধের ডাক উঠে গেল বাংলাদেশে
Bangladesh Unrest: বিগত কয়েকদিনে একের পর এক বিএনপি নেতাকে লাগাতার ভারত বিরোধী মন্তব্য করতে দেখা গিয়েছে। এমনকী ভারতীয় পণ্য বয়কটেরও ডাক দিতে দেখা গিয়েছে। এবার একেবারে রণহুঙ্কার হাফিজউদ্দিনের।

এর আগে চার ঘণ্টায় কলকাতায় দখলের ডাক দিতে দেখা গিয়েছিল সে দেশের প্রাক্তন সেনা কর্তাকে। তারপর তো বাকিটা কার্যত ইতিহাস। সোশ্যাল মিডিয়ায় হাসির বন্যা। হাসির খোরাক হয়ে গিয়েছিলেন বাংলাদেশের ওই প্রাক্তন সেনা কর্তা। এবার যুদ্ধের জন্য সব মানুষকে প্রস্তুত হওয়ার ডাক দিয়ে বিতর্ক বাড়িয়েছেন বিএনপি নেতা।
হাফিজউদ্দিন আহমেদকে বলতে শোনা যায়, “প্রত্যেক ছাত্রকে বেসিক মিলিটারি ট্রেনিং আমরা দেব। আমাদের দিকে যাতে কেউ রক্তচক্ষু না দেখাতে পারে তাই এটা দরকার। আমরা যুদ্ধ করে তৈরি হয়েছি। চিরকাল জয়ী হবে বাংলাদেশের মানুষ।” এদিকে বিগত কয়েকদিনে একের পর এক বিএনপি নেতাকে লাগাতার ভারত বিরোধী মন্তব্য করতে দেখা গিয়েছে। এমনকী ভারতীয় পণ্য বয়কটেরও ডাক দিতে দেখা গিয়েছে। এবার তাতে নবতম সংযোজন হাফিজউদ্দিন।
