Explained: নিষিদ্ধ আওয়ামী লিগ, ব্যুমেরাং হবে না তো ইউনূসের কাছে?
Awami League: বাংলাদেশের পরিবর্তিত পটভূমিতে নির্বাচন হলে, তার ফলাফল কী হবে, তা নিয়ে ঘোর সংশয় রয়েছে। অন্তর্বর্তী সরকারকে আনা হয়েছিল সংস্কারের জন্য, কিন্তু চোখে পড়ার মতো সংস্কার তেমন কিছুই হয়নি।

বাংলাদেশের রাজনীতির কথা বললেই প্রথমে সবার মনে আসে একটাই দলের নাম, আওয়ামী লিগ। বাংলাদেশের সবথেকে পুরনো দল আওয়ামী লিগ। ১৯৪৯ সালে পাকিস্তান থেকে স্বাধীনতা চাইত বাংলাদেশ (তৎকালীন পূর্ব পাকিস্তান)। সেই স্বাধীনতার দাবি থেকেই ধীরে ধীরে রাজনৈতিক দলের রূপ নেয়, তৈরি হয় আওয়ামী লিগ। শেষে ১৯৭১ সালে স্বাধীন হয় বাংলাদেশ। সেই বাংলাদেশেই আজ ‘নিষিদ্ধ’ আওয়ামী লিগের সমস্ত রাজনৈতিক কার্যক্রম। নির্বাচন কমিশন বাতিল করে দিয়েছে শেখ হাসিনার দলের রেজিস্ট্রেশনও। ফলে বাংলাদেশের জাতীয় নির্বাচনেও অংশ নিতে পারবে না। এই কাজ করে কি আসলে পথের কাটা সরালেন মহম্মদ ইউনূস? মহম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গত ১২ মে নির্দেশিকা জারি করে জানানো হয় যে আন্তর্জাতিক ট্রাইবুনালে শেখ...
