লেবানন: সময় বদলালেও, এখনও অনেকেরই চিন্তাধারা বদলায়নি। কন্যা সন্তান(Girl Child)-কে এখনও ‘বোঝা’ বলেই মনে করেন অনেকে। সেই কারণেই সদ্যোজাতকে আবর্জনা ফেলার ব্যাগে ভরে ফেলে গিয়েছিলেন রাস্তার ধারে। কিন্তু কথায় আছে, ‘রাখে হরি, মারে কে?’। মৃত্যুর পথে যে কন্যা সন্তানকে ফেলে দিয়ে গিয়েছিলেন মা-বাবা, তাঁকেই আগলে রাখল পথ কুকুর (Stray Dog)। পরে এক পথচারী শিশুটির কান্না শুনে ছুটে আসেন এবং শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সরকারি একটি আবাসনের সামনে আবর্জনা ফেলার ব্যাগের মধ্যে শিশুকন্যাকে ফেলে গিয়েছিল কেউ। আবর্জনার স্তূপের পাশে পড়ে থাকায়, কারোর নজরে আসেনি ওই ব্যাগ। কিন্তু খাবারের খোঁজে আসা একটি পথ কুকুর গন্ধ শুঁকে শুঁকে হাজির হয় ওই আবর্জনার ব্যাগের সামনে। আবর্জনার স্তূপ থেকে খুঁজে বের করে শিশুকন্যাটিকে। এরপরে ওই ব্য়াগটিকে মুখে করে নিয়ে আসে। আবর্জনার স্তূপ থেকে একটু দূরে বসে থাকে। কুকুরটিই দীর্ঘক্ষণ ধরে আগলে রাখে ওই শিশুকন্যাকে। পরে শিশুটির কান্না শুনতে পান একজন পথচারী। তিনিই শিশুটিকে উদ্ধার করেন। ঘটনাটি ঘটেছে লেবাননে।
অজ্ঞাত যে ব্যক্তি শিশুটিকে উদ্ধার করেন, তিনিই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান। জানা গিয়েছে, শিশুটির মুখে ও শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন ছিল। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে বলেই জানা গিয়েছে।