California Hindu temple: ফের আমেরিকার হিন্দু মন্দিরে হামলা! খালিস্তানি স্লোগানে ভরল দেওয়াল

California Hindu temple: এই ঘটনার প্রেক্ষিতে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন, আমেরিকার সমস্ত হিন্দু মন্দিরগুলিতে সিসিটিভি ক্যামেরা এবং অ্যালার্ম সিস্টেম ইনস্টল করার পরামর্শ দিয়েছে। তারা বলেছে, খালিস্তানি সমর্থকদের হুমকি ক্রমে বাড়ছে। গত বছর ২৩ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার স্বামীনারায়ণ মন্দিরের গায়ে খালিস্তানিপন্থী স্লোগান লিখে দেওয়া হয়েছিল।

California Hindu temple: ফের আমেরিকার হিন্দু মন্দিরে হামলা! খালিস্তানি স্লোগানে ভরল দেওয়াল
হিন্দু মন্দিরের গায়ে খালিস্তানি গ্রাফিতিImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jan 05, 2024 | 11:08 AM

ওয়াশিংটন: ফের আমেরিকার ক্যালিফোর্নিয়ার এক হিন্দু মন্দিরে খালিস্তানি হামলা। কয়েক সপ্তাহ আগেই ক্যালিফোর্নিয়ার স্বামীনারায়ণ মন্দিরের গায়ে ভারত-বিরোধী গ্রাফিতি করা হয়েছিল। এবার হেওয়ার্ডের শেরাওয়ালি মন্দিরের গায়ে খালিস্তানিপন্থী গ্রাফিতি এঁকে দেওয়া হল। এক সোশ্যাল মিডিয়া পোস্টে এই ঘটনার বিষয়ে জানিয়েছে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন। মন্দিরের দেওয়ার বিকৃতির ছবি শেয়ার করেছে তারা। তারা আরও জানিয়েছে, বিষয়টি স্থানীয় পুলিশ-প্রশাসনকে জানিয়েছে তারা।

এক এক্স পোস্টে তারা বলেছে, “খালিস্তানপন্থী গ্রাফিতি হামলার মুখে উপকূল অঞ্চলের আরও এক হিন্দু মন্দির। ক্যালিফোর্নিয়ার স্বামীনারায়ণ মন্দির হামলার মাত্র দুই সপ্তাহ পরই এবং একই এলাকার শিব দুর্গা মন্দিরে চুরির এক সপ্তাহ পর হেওয়ার্ডের বিজয় শেরাওয়ালি মন্দিরে একই ধরণের বিকৃতি করা হয়েছে। এইচএএফ মন্দিরের নেতাদের সঙ্গে যোগাযোগ করছে এবং আমেরিকার জাস্টিস ডিপার্টমেন্টের সিভিল জাস্টিস বিভাগের সঙগে যোগাযোগ করেছে।” এই ঘটনার প্রেক্ষিতে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন, আমেরিকার সমস্ত হিন্দু মন্দিরগুলিতে সিসিটিভি ক্যামেরা এবং অ্যালার্ম সিস্টেম ইনস্টল করার পরামর্শ দিয়েছে। তারা বলেছে, খালিস্তানি সমর্থকদের হুমকি ক্রমে বাড়ছে।

গত বছর ২৩ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার স্বামীনারায়ণ মন্দিরের গায়ে খালিস্তানিপন্থী স্লোগান লিখে দেওয়া হয়েছিল। মন্দিরের দেয়ালে ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরুদ্ধে ঘৃণামূলক স্লোগানও লেখা হয়েছিল। সেই সময়ে, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, “চরমপন্থী, বিচ্ছিন্নতাবাদী এবং এই ধরনের শক্তিগুলিকে কোথাও জায়গা দেওয়া উচিত নয়। আমাদের কনস্যুলেট থেকে সেখানকার সরকার ও পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে এবং এই বিষয়ে তদন্ত চলছে।”

এর আগে আমেরিকা এবং অস্ট্রেলিয়াতেও খালিস্তানপন্থীদের হামলার শিকার হয়েছিল হিন্দু মন্দিরগুলি। গত বছর ব্রিসবেনে এক বিশিষ্ট হিন্দু মন্দিরে, মহা শিবরাত্রির সময় ‘খালিস্তানি গণভোট’-কে সমর্থনের দাবিতে হুমকি ফোনকল এসেছিল। যে সেই ফোন করেছিল, সে নিজেকে পাকিস্তানি নাগরিক গুরুওয়াদেশ সিং বলে দাবি করেছিল। মন্দিরের পক্ষ থেকে খালিস্তানপন্থী স্লোগান না তোলা হলে, ফল ভুগতে হবে বলে হুমকি দিয়েছিল সে। তার আগে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে, তিন-তিনটি হিন্দু মন্দিরে ভাঙচুর করা হয়েছিল। এর মধ্যে ছিল, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ চেতনা বা ইস্কনের মন্দির, মেলবোর্নের শ্রী শিব-বিষ্ণু মন্দির এবং স্বামীনারায়ণ মন্দির। তিনটি মন্দিরের দেওয়ালই খালিস্তানপন্থী গ্রাফিতি দিয়ে বিকৃত করা হয়েছিল।