Boris Johnson-Rishi Sunak: কীভাবে বাছাই হবে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী, এগিয়ে বরিস জনসন না ঋষি সুনক?

UK PM Election: ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, নির্বাচনের প্রস্তুতির শুরুতেই সুনককে প্রধানমন্ত্রীর গদির দৌড় থেকে সরে দাঁড়াতে বললেন বরিস জনসন। ফের তিনি প্রধানমন্ত্রী হতে চান।

Boris Johnson-Rishi Sunak: কীভাবে বাছাই হবে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী, এগিয়ে বরিস জনসন না ঋষি সুনক?
ব্রিটেনের কুর্সির লড়াই।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 23, 2022 | 1:53 PM

লন্ডন: ব্রিটেনের প্রধানমন্ত্রী (British Prime Minister) পদ থেকে সরে দাঁড়িয়েছেন লিজ ট্রাস (Liz Truss)। দায়িত্ব গ্রহণের ৪৫ দিনের মধ্য়ে ইস্তফা দেন তিনি। এবার একটাই প্রশ্ন, পরবর্তী প্রধানমন্ত্রী কে? সে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে ইতিমধ্য়েই উঠে এসেছে ঋষি সুনকের নাম। এদিকে ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনও আবার পুরনো কুর্সিতে বসতে চান বলেই ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে খবর।

কনজারভেটিভ পার্টিরই সদস্য বরিস জনসন, লিজ ট্রাস, ঋষি সুনক। বরিসের গদি পেতে গত সেপ্টেম্বরে যখন ট্রাস লড়েছেন, তখনই উঠে এসেছিল ঋষি সুনকের নামও। ভারতীয় বংশোদ্ভূত এই সুনকই ছিলেন ট্রাসের প্রতিদ্বন্দ্বী। এবার পুরনো প্রধানমন্ত্রী বরিসের সঙ্গে লড়াই ঋষি সুনকের।

ব্রিটিশ সংসদে কনজারভেটিভ পার্টির ৩৫৭ জন সাংসদ আছেন। ইতিমধ্যেই দেশের ১০০ জন সাংসদের সমর্থন ঋষি সুনক পেয়েছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যমে জোর লেখালেখি। যদিও বরিস জনসনের সমর্থকদের দাবি, বরিসের সঙ্গে রয়েছে ১০০ জনের সমর্থন। তবে বাকি সাংসদ কে কার পক্ষে তা জানতে ভোটাভুটির সম্ভাবনা রয়েছে। অবশ্য আরও একজন রয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে। পেনি মর্ডান্ট, লিডার অব দ্য হাউজ অব কমনের সদস্য। তিনি ইতিমধ্যে ২৩ জনের সমর্থন পেয়েছেন বলেও শোনা যাচ্ছে।

সোমবার ২৪ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ব্রিটেনের পার্লামেন্ট ওয়েবসাইটে জানানো হয়েছে, যদি একজন মনোনয়ন প্রদানকারী ১০০ জন সংসদের ভোট পান। তবে পার্টির সদস্যদের ভোট হবে না। নতুন প্রধানমন্ত্রী বেছে নেওয়া হবে। তবে যদি দু’জন ১০০-র উপরে ভোট পান সেক্ষেত্রে যাঁর পক্ষে সমর্থন বেশি তিনি জিতবেন। ২৮ অক্টোবরের মধ্যে এই ভোটপ্রক্রিয়া সম্পূর্ণ হবে।