AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Reham Khan: তৃতীয় বিয়ে করলেন ইমরান খানের দ্বিতীয় স্ত্রী, বর ১৩ বছরের ছোট

Imran Khan's ex-wife Reham Khan: তৃতীয়বার বিয়ে করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান। বর তাঁর থেকে ১৩ বছরের ছোট।

Reham Khan: তৃতীয় বিয়ে করলেন ইমরান খানের দ্বিতীয় স্ত্রী, বর ১৩ বছরের ছোট
অবশেষে বিশ্বাস করার মতো পুরুষ খুঁজে পেয়েছেন বলে জানালেন ইমরান খানের দ্বিতীয় স্ত্রী
| Edited By: | Updated on: Dec 23, 2022 | 11:50 PM
Share

ইসলামাবাদ: তৃতীয়বার বিয়ে করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান। শুক্রবার তিনি জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে এক ঘরোয়া অনুষ্ঠানে তিনি মডেল তথা অভিনেতা মির্জা বিলাল বেগকে বিয়ে করেছেন। ৪৯ বছর বয়সী রেহাম এখন মার্কিন যুক্তরাষ্ট্রেই থাকেন। এদিন টুইট করে তিনি বলেছেন, “আমরা বাবা-মা এবং আমার ছেলেকে ওয়াকিলের আশীর্বাদে সিয়াটেলে একটি সুন্দর অনুষ্ঠান বিবাহ করেছি। অবশেষে আমি এমন এক পুরুষকে খুঁজে পেয়েছি, যাকে আমি বিশ্বাস করতে পারি।”

সোশ্যাল মিডিয়ায় তিনি তাঁর তৃতীয় বিয়ের কয়েকটি ছবিও শেয়ার করেছেন। সেই ছবিগুলিতে রেহাম খানকে একটি সাদা গাউন পরে বিয়ে করতে দেখা গিয়েছে। আর তাঁর নতুন স্বামী বিলাল পরেছিলেন একটি মভ রঙের স্যুট। রেহামের থেকে বয়সে অনেকটাই ছোট মির্জা বিলাল বেগ। বর্তমানে তাঁর বয়স ৩৬ বছর। এটি তাঁরও তৃতীয় বিয়ে। একসময় তিনি মডেলিং এবং অভিনয় করতেন। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে এক কর্পোরেট সংস্থায় কর্মরত।

২০১৫ সালের জানুয়ারিতে, পাকিস্তানি-ব্রিটিশ টেলিভিশন সাংবাদিক রেহাম খান বিয়ে করেছিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে। তবে, তাঁদের বিয়ে বেশিদিন টেকেনি। মাত্র দশ মাস পরই তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছিল। বিবাহবিচ্ছেদের পর, রেহাম জানিয়েছিলেন, ইমরান খানের প্রথম স্ত্রী জেমিমা গোল্ডস্মিথের মতো তাঁকেও পাকিস্তানি জনতার ঘৃণার শিকার হতে হয়েছিল। ইমরান খানের বিরুদ্ধেও প্রচুর অভিযোগ করেছিলেন তিনি।

১৯৭৩ সালে লিবিয়ার আজদাবিয়াতে জন্মেছিলেন রেহাম খান। এরপর পাকিস্তানে এসেছিলেন পড়াশোনা করতে। গত শতাব্দীর নয়ের দশকের মাঝামাঝি ব্রিটেনে একজন সম্প্রচার সাংবাদিক হিসেবে কাজ শুরু করেছিলেন। ২০১২ সালে তিনি পাকিস্তানে ফিরে এসেছিলেন। এক স্থানীয় টিভি শোতে ইমরান খানের সাক্ষাৎকার নেওয়ার সময়ই, ইমরানের সঙ্গে তাঁর প্রথম পরিচয় ঘটেছিল। সেখান থেকেই ঘনিষ্ঠতা বেড়েছিল। বর্তমানে, ইমরান খান তার তৃতীয় স্ত্রী বুশরা বিবিকে বিয়ে করেছেন। ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কয়েকদিন আগেই দুজনে গাঁটছড়া বেঁধেছিলেন।