নয়াদিল্লি: জি ২০ সম্মেলনের বৈঠকে যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা আসবেন ভারতে। এই সম্মেলনের ফাঁকে কূটনীতির পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে পরিকাঠামোগত উন্নয়ন বিষয়ক আলোচনার সুযোগ হাতছাড়া করছে না ভারত। মধ্য প্রাচ্যে রেল এবং বন্দর প্রকল্প নিয়ে আমেরিকা ও সৌদি আরবের সঙ্গে কথা হতে পারে ভারতের। সম্প্রতি এই দাবি করা হয়েছে এক মার্কিন সংবাদমাধ্যমে। সংবাদ সংস্থা রয়টার্স এ বিষয়ে একটি প্রতিবেদনও প্রকাশ করেছে। মধ্য প্রাচ্যে চিনের ক্রমবর্ধমান প্রভাব কমাতে এই সব প্রকল্প রূপায়নে আমেরিকাও সদর্থক ভূমিকা নিচ্ছে বলে দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে। আরব-সহ মধ্য প্রাচ্যের দেশগুলির সঙ্গে ভারতের যোগাযোগ বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হতে পারে।
আরব-সহ মধ্য প্রাচ্যের দেশগুলির মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। সেই রেলপথ আবার বন্দরে মাধ্যমে ভারতের সঙ্গে যুক্ত হবে। এই মেগা ডিল নিয়ে বাইডেন প্রশাসন অত্যন্ত আগ্রহী বলে জানা গিয়েছে। ২০২৪ সালের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই প্রকল্প চূড়ান্ত করার উদ্যোগ নিচ্ছে হোয়াইট হাউস। সৌদি আরবকেও এ বিষয়ে উদ্যোগ নিতে আমেরিকার তরফে চাপ দেওয়া হচ্ছে বলেও দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে। এ জন্য সৌদি আরবের সঙ্গে ব্রিটেন ও ইজরায়েলের নর্ম্যালাইজেশন এগ্রিমেন্টের উদ্যোগ নিচ্ছে মার্কিন প্রশাসন।
মধ্য প্রাচ্যের সঙ্গে ভারতের যোগাযোগ বাড়ানোর এই প্রকল্প নিয়ে উদ্যোগ শুরু হয়েছিল গত বছরই। আই২ইউ২ শীর্ষক এক সম্মেলনে এই প্রস্তাব সর্বপ্রথম দেওয়া হয়েছিল। গত ১৮ মাস ধরে তা নিয়ে বিভিন্ন আলোচনা চলেছে। আই২ইউ২ ফোরামে রয়েছে আমেরিকা, ইজরায়েল, সংযুক্ত আরব আমিরশাহি এবং ভারত। মধ্য প্রাচ্যে বেজিংয়ের প্রভাব কমাতেই এই মঞ্চ তৈরি করা হয়। মধ্য প্রাচ্যের দেশগুলির মধ্যে রেল যোগাযোগ গড়ার প্রস্তাব দিয়েছিল ইজরায়েল। এই ধরনের বড় পরিকাঠামো প্রকল্পে ভারতের মুন্সিয়ানা থাকায় তা ব্যবহার করার পরিকল্পনাও রয়েছে। এই প্রকল্পে সৌদি আরবকেও সঙ্গে চাইছে আমেরিকা। জি২০ সম্মেলনের ফাঁকে সেই উদ্যোগই ভারত ও আমেরিকা নিতে পারে বলে জানা গিয়েছে মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে।