AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Everest Climbing: বুকে পেসমেকার নিয়ে এভারেস্ট অভিযানে ভারতীয়, অসুস্থ হয়ে বেস ক্যাম্পে মৃত্যু মহিলা পর্বতারোহীর

World record: জানা গিয়েছে, যে দূরত্ব সাধারণ পর্বতারোহীরা ১০- ২০ মিনিটে পার হয়ে যান, তা পার করতে ৫ ঘণ্টা লেগেছিল সুজানের। কিন্ত এশিয়ার প্রথম পেসমেকার নিয়ে পর্বতারোহণের রেকর্ড গড়ার নেশায় বুদ ছিলেন তিনি। তাই কোনও কথা না শুনেই নেমেছিলেন অভিযানে। যার পরিণতিতে মৃত্য হল তাঁর।

Everest Climbing: বুকে পেসমেকার নিয়ে এভারেস্ট অভিযানে ভারতীয়, অসুস্থ হয়ে বেস ক্যাম্পে মৃত্যু মহিলা পর্বতারোহীর
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: May 19, 2023 | 2:20 PM
Share

কাঠমান্ডু: হৃদযন্ত্রের সমস্যায় বুকে বসেছে পেসমেকার। বয়স হয়েছে ৫৯ বছর। কিন্ত শারীরিক অসুবিধা সত্ত্বেও পর্বত আরোহণের নেশা এতটুকু কমেনি। বুকে পেসমেকার নিয়েই নিয়ে গিয়েছিলেন বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করতে। এভারেস্ট জয় করার লক্ষ্যে নেমে বিশ্বের সবথেকে উচ্চতম বেস ক্যাম্পে অসুস্থ হয়ে পড়েন ৫৯ বছরের ওই ভারতীয় পর্বতারোহী। অসুস্থ হয়ে নেপালের ওই বেসক্যাম্পে মৃত্যু হয়েছে ওই মহিলা পর্বতারোহীর। তাঁর নাম সুজানে লিওপনদিনা। তবে এভারেস্ট জয় না হলেও নতুন একটি বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। প্রথম এশীয় মহিলা হিসাবে পেসমেকার নিয়ে এভারেস্ট অভিযানে নামার রেকর্ড গড়েছেন তিনি। মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে নিয়ে আসা হয়েছিল নেপালের সোলুকুম্ভ জেলার লুকলা শহরের একটি হাসপাতালে। সেখানেই বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নেপালের পর্যটন দফতর।

৫৯ বছর বয়সে বুকে পেসমেকার নিয়েই এক ভারতীয় মহিলা বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয়ের লক্ষ্যে নেমেছিলেন। নেপালে এভারেস্টের বেস ক্যাম্পে অসুস্থ হয় হাসপাতালে ভর্তির পর মৃত্যু হয়েছে তাঁর। নেপালের পর্যটন দফতরের ডিরেক্টর যুবরাজ খাটিওয়াড়া এ ব্যাপারে জানিয়েছেন, ওই পর্বতারোহীকে অভিযানে থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছিল। কারণ তিনি বেস ক্যাম্পে সাধারণ গতি রাখতে সমর্থ ছিলেন না। কিন্তু ওই ভারতীয় পর্বতারোহী তা করতে রাজি হননি। ৮ হাজার ৮৪৮ মিটার উঁচু এভারেস্টে ওঠার চেষ্টা করেন। কিন্তু ৫ হাজার ৮০০ মিটার পেরনোর পরই অসুস্থ হন তিনি। গ্লেসিয়ার হিমালয়ান ট্রেকের চেয়ারম্যান দেনদি শেরপা জানিয়েছেন, জোর করে তাঁকে লুকলা শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু সেখানেই তাঁর মৃত্যু হয়।

জানা গিয়েছে, যে দূরত্ব সাধারণ পর্বতারোহীরা ১০- ২০ মিনিটে পার হয়ে যান, তা পার করতে ৫ ঘণ্টা লেগেছিল সুজানের। কিন্ত এশিয়ার প্রথম পেসমেকার নিয়ে পর্বতারোহণের রেকর্ড গড়ার নেশায় বুদ ছিলেন তিনি। তাই কোনও কথা না শুনেই নেমেছিলেন অভিযানে। যার পরিণতিতে মৃত্য হল তাঁর।