মেলবোর্ন: জন্মদিনেই ছুরিকাহত হল ভারতীয়-বংশোদ্ভূত (Indian-origin) কিশোর। বন্ধুদের সঙ্গে বাস্কেটবল খেলার সময় হঠাৎ করেই একদল দুষ্কৃতী এসে তাদের উপর আক্রমণ চালায়। বরাতজোরে প্রাণে বেঁচে গেলেও দুষ্কৃতীদের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছে ‘বার্থডে বয়’। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে (Melbourne)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতী হামলায় জখম কিশোরের নাম রায়ান সিং। ভারতীয় বংশোদ্ভূত রায়ান পরিবারের সঙ্গে মেলবোর্নের তারনিট শহরে থাকে। বার্থডে পার্টির পর বাড়ির কাছেই বন্ধুদের সঙ্গে বাস্কেটবল খেলার সময় ৭-৮ জন দুষ্কৃতীর একটি দল তাদের উপর ছুরি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হয়েছে ১৬ বছরের রায়ান ও তার এক বন্ধু। অভিযুক্তদের খোঁজ শুরু করেছে ভিক্টোরিয়া পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রায়ানের জন্মদিন ছিল। সেই উপলক্ষ্যে সেদিন রাতে তার বাড়িতে বন্ধুরা এসেছিল। সন্ধ্যায় জন্মদিনের পার্টি করে একসঙ্গে ডিনার করার পর বাড়ির বাইরে দুই বন্ধুর সঙ্গে বাস্কেটবল খেলছিল দশম শ্রেণির রায়ান। সেই সময়ই ৭-৮ জনের একটি দল সেখানে এসে মোবাইল, জুতো ছিনতাই করতে যায় বলে অভিযোগ। জন্মদিনেই নতুন ‘নাইক এয়ার’-এর দামি জুতো উপহার পেয়েছিল রায়ান। তাই দুষ্কৃতীরা সেটি নিতে চাইলে রায়ান সেটি দিতে চায়নি। এছাড়া তাদের মোবাইলও ছিনতাই করতে গিয়েছিল দুষ্কৃতীদলটি। রায়ান ও তার বন্ধুরা বাধা দিলে ওই দুষ্কৃতীরা ছুরি দিয়ে তাদের উপর এলোপাথাড়ি হামলা চালায়।
ভিক্টোরিয়া পুলিশের তরফে জানানো হয়েছে, রায়ানের হাতে, বুকের পাঁজরে এবং পিঠে ছুরির কোপ বসিয়েছে দুষ্কৃতীরা। রায়ানের হাতের আঙুল ঠিক রাখতে হাতে অস্ত্রোপচারের করতে হয়েছে। আপাতত অবস্থা স্থিতিশীল। তবে সুস্থ হতে সময় লাগবে। দুষ্কৃতীদের ছুরি হামলায় রায়ানের এক বন্ধুও জখম হয়েছে। অভিযুক্তরা ছিনতাই করতেই এসেছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান। যদিও তাদের এখনও হদিশ মেলেনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের খোঁজ চলছে।