নয়া দিল্লি: মস্কো যাওয়ার পথে, আফগানিস্তানের পাহাড়ি অঞ্চলে দুর্ঘটনার কবলে পড়েছে একটি ভারতীয় যাত্রীবাহী বিমান। রবিবার সকালে আফগান সংবাদমাধ্যমগুলির এই দাবিতে হইচই পড়ে গিয়েছিল দেশ জুড়ে। তবে, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিল, আফগানিস্তানের তোপখানা পাহাড়ে ভেঙে পড়া বিমানটি ভারতীয় নয়। সেটি সম্ভবত মরক্কোর একটি বিমান।
আফগানিস্তানের তালিবান কর্তৃপক্ষকে উদ্ধৃত করে সংবাধ্যম রয়টার্স জানিয়েছে, ২০ জানুয়ারি রাতে বিমানটি মস্কো যাওয়ার পথে, তার নির্ধারিত গতিপথ থেকে বিচ্যুত হয়েছিল। এরপরই সেটি বাদাখশান প্রদেশের জেবাক জেলার তোপখানা পাহাড়ি এলাকায় বিমানটি ভেঙে পড়ে। আফগান সংবাদমাধ্য খামা প্রেস জানিয়েছে, কিরান ও মিনজান জেলা এবং বাদাখশানের জেবাক জেলার মধ্যবর্তী এক জায়গায় এই যাত্রীবাহী জেট বিমানটি ভেঙে পড়েছে। তবে, বিমানটি কী ধরনের ছিল এবং তাতে কতজন যাত্রী ছিলেন তা এখনও জানা যায়নি। আফগান কর্তৃপক্ষও এখনও পর্যন্ত এই বিষয়ে কিছু বলতে পারেনি।
বাদাখশানের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান জাবিহুল্লাহ আমিরি জানিয়েছিলেন, যাত্রীবাহী বিমানটি প্রযুক্তিগত সমস্যায় পড়েছিল বলে অনুমান করা হচ্ছে। এখনও পর্যন্ত হতাহত সম্পর্কে কোনও খবর পাওয়া যায়নি। ঘটনার তদন্তে ওই এলাকায় একটি তদন্তকারী দল পাঠানো হয়েছে। বিমানটি কোন সংস্থার তা এখনও না জানা গেলেও, তালিবানের কর্তৃপক্ষ দাবি করেছিল বিমানটিকে কোনও ভারতীয় সংস্থার বলে তারা নিশ্চিত।
তবে, সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, ডিজিসিএ-র আধিকারিকরা জানিয়েছেন, বিমানটি ভারতের শিডিউলড বা কোনও নন-শিডিউল বিমান বা চার্টার বিমান নয়। ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশনের আধিকারিকদের মতে, বাদাখশান প্রদেশের কুরান-মুঞ্জান এবং জিবাক জেলার মধ্যে তোপখানার পাহাড়ি এলাকায় যে বিমানটি ভেঙে পড়েছে, সেটি মরক্কোর বিমান ছিল। সেটি একটি ডিএফ ১০ বিমান।