AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Iran Fatwa: ঈশ্বরের শত্রু! নেতানিয়াহু-ট্রাম্পের বিরুদ্ধে ফতেয়া জারি ইরানের ধর্মীয় নেতার

Iran Fatwa: ফতেয়া জারি করে মাকারেম বলেন, যে ব্যক্তি বা রাষ্ট্র মার্জাকে হুমকি দেওয়ার চেষ্টা করবে, তাকে মোহারেব বলে গণ্য করা হবে। ইসলামে মোহারেব বলতে সেই ব্যক্তিকে বোঝায় যে ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

Iran Fatwa: ঈশ্বরের শত্রু! নেতানিয়াহু-ট্রাম্পের বিরুদ্ধে ফতেয়া জারি ইরানের ধর্মীয় নেতার
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Jun 30, 2025 | 9:38 AM
Share

তেহরান: ইরান-ইজরায়েলের সংঘাত থেমেছে ঠিকই, কিন্তু কতদিন? ইরানের ধর্মীয় শীর্ষ নেতা ফতেয়া জারি করলেন ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। দু’জনকে ঈশ্বরের শত্রু বলে ঘোষণা করেছেন।

রবিবার ইরানের আয়াতোল্লাহ নাসের মারাকেম শিরাজি ইসলামিক ডিক্রি জারি করেন নেতানিয়াহু ও ট্রাম্পের বিরুদ্ধে। তিনি বিশ্বের সমস্ত মুসলিমদের একত্রিত হতে বলেছেন এবং আমেরিকান ও ইজরায়েলি নেতাদের টেনে নামাতে বলেছেন। ইরানের ধর্মীয় নেতার দাবি, এরা ইসলামিক নেতৃত্বকেই চ্যালেঞ্জ করছে।

ফতেয়া জারি করে মাকারেম বলেন, যে ব্যক্তি বা রাষ্ট্র মার্জাকে হুমকি দেওয়ার চেষ্টা করবে, তাকে মোহারেব বলে গণ্য করা হবে। ইসলামে মোহারেব বলতে সেই ব্যক্তিকে বোঝায় যে ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

ইরানের নিয়ম অনুযায়ী, মোহারেব যাদের ঘোষণা করা হয়, তাদের ফাঁসি বা শূলে চড়ানোর শাস্তি দেওয়া হয়। কিংবা হাত কেটে নেওয়া বা দেশ থেকে বিতারিত করা হয়।

ইরানের ফতেয়ায় আরও বলা হয়েছে, কোনও মুসলিম বা ইসলামিক রাষ্ট্র যদি এদের সাহায্য করে বা সমর্থন করে তাহলে তা হারাম বলে গণ্য করা হবে। সকল মুসলিমকে একজোট হয়ে ইজরায়েল ও আমেরিকাকে তাদের ভুলের উচিত শিক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন ধর্মীয় নেতা। যদি কোনও মুসলিম তাঁর ইসলামিক দায়িত্ব পালন করতে গিয়ে কষ্টের মুখে পড়ে বা প্রাণ হারায়, তাহলে তাঁকে ঈশ্বরের যোদ্ধা বলে গণ্য করা হবে।