Hamas Hostage: আরও ১৭ পণবন্দিকে মুক্তি দিল হামাস, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আর্জি
Israel Hamas Conflict: শর্ত অনুযায়ী, মহিলা ও শিশুদেরই আগে মুক্তি দিচ্ছে হামাস। মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে ১৩ জন ইজরায়েলি মহিলা ও শিশু রয়েছেন। রাশিয়ান-ইজরায়েলি নাগরিকত্বের এক ব্যক্তি ও তিনজন থাইল্যান্ডের নাগরিককে মুক্তি দিয়েছে হামাস। মুক্তি পাওয়া ১৭ জন পণবন্দিদের মধ্যে ১২ জন বিরসাভার মিলিটারি ক্যাম্পে রয়েছেন।
গাজা সিটি: কথা রাখছে হামাস। যুদ্ধবিরতির শর্ত পালন করে ফের পণবন্দিদের মুক্তি দিল হামাস। রবিবার তৃতীয় দফায় ১৪ জন ইজরায়েলি নাগরিক ও ৩ জন বিদেশি নাগরিককে মুক্তি দেয়। গতকাল মুক্তি পাওয়া এই ১৭ জনের মধ্যে ছিল চার বছরের মার্কিন এক শিশু। তাঁর মুক্তির খবর শুনেই স্বস্তি প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইজলায়েল সেনার তরফে রবিবার জানানো হয়, তৃতীয় দফায় মুক্তিপ্রাপ্তদের মধ্যে ১৩ জন পণবন্দি ইতিমধ্যেই ইজরায়েলে ফিরে এসেছে। বাকি ৪ জন গাজা থেকে মিশরের উদ্দেশে রওনা দিয়েছে। অন্যদিকে এক সূত্রে খবর, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়েছে হামাস।
ইজরায়েল সেনার তরফে জানানো হয়েছে, ৪ থেকে ৮৪ বছর বয়সী মোট ১৭জন বন্দিকে মুক্তি দিয়েছে হামাস। তাদের প্রথমে রেড ক্রস অর্গানাইজেশনের হাতে তুলে দেওয়া হয়। তারাই মিশরের রাফা সীমান্ত দিয়ে সদ্য মুক্তিপ্রাপ্ত পণবন্দিদের ইজরায়েলে নিয়ে আসে। তাদের নিরাপত্তার দায়িত্বে রয়েছে ইজরায়েলি ফোর্স।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দফতর থেকেও টুইটে বলা হয়, “ইজরায়েল সরকার ১৭ জন বন্দিকে সাদরে গ্রহণ করেছে। এর মধ্যে ১৪ জন আমাদের দেশের নাগরিক ও ৪ জন বিদেশি নাগরিক রয়েছেন, যারা ইজরায়েলে ফিরে এসেছেন। তাদের পরিবারকেও খবর দেওয়া হয়েছে। বিদেশি নাগরিকরা নিজেদের দেশের উদ্দেশে রওনা দিয়েছেন।”
জানা গিয়েছে, মুক্তি পাওয়া ১৭ জন পণবন্দিদের মধ্যে ১২ জন বিরসাভার মিলিটারি ক্যাম্পে রয়েছেন। মুক্তিপ্রাপ্ত একজনকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ৮৪ বছর বয়সী ওই বৃদ্ধার শারীরিক পরীক্ষা করা হচ্ছে বলে জানানো হয়েছে সোরোকা হাসপাতালের তরফে।
শর্ত অনুযায়ী, মহিলা ও শিশুদেরই আগে মুক্তি দিচ্ছে হামাস। মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে ১৩ জন ইজরায়েলি মহিলা ও শিশু রয়েছেন। রাশিয়ান-ইজরায়েলি নাগরিকত্বের এক ব্যক্তি ও তিনজন থাইল্যান্ডের নাগরিককে মুক্তি দিয়েছে হামাস।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইজরায়েলের উপরে অতর্কিতে হামলা চালানোর পরই কমপক্ষে ২৫০ জনকে পণবন্দি বানায় হামাস। গত সপ্তাহে ইজরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করে হামাস। চারদিনের যুদ্ধবিরতিও ১৫০ জন প্যালেস্তাইনী বন্দিদের মুক্তির বিনিময়ে ৫০ জন পণবন্দিকে মুক্তি দিতে রাজি হয় হামাস।
এদিকে, চারদিনের যুদ্ধবিরতি শেষ হতে চলায় ফের যুদ্ধবিরতি বাড়ানোর আর্জি জানিয়েছে হামাস, এমনটাই সূত্রের খবর। হামাস ও ইজরায়েল- দুই পক্ষই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা করতে পারে।