Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Argentina President: চিনে ‘এলার্জি’, প্রেসিডেন্ট পদে বসলেন আর্জেন্টিনার ‘ডোনাল্ড ট্রাম্প’

Argentina President Election: রবিবারই আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের ফল প্রকাশিত হয়। প্রায় ৫৬ শতাংশ ভোট পেয়েছেন তিনি। আর মাসার ঝুলিতে পড়েছে ৪৪ শতাংশ ভোট। অর্থাৎ ১২ শতাংশ ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছেন জাভিয়ের। ফল ঘোষণার আগেই অবশ্য পরাজয় স্বীকার করে জাভিয়েরকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন মাসা।

Argentina President: চিনে 'এলার্জি', প্রেসিডেন্ট পদে বসলেন আর্জেন্টিনার 'ডোনাল্ড ট্রাম্প'
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হলেন জাভিয়ের মিলেই।Image Credit source: AP
Follow Us:
| Edited By: | Updated on: Nov 20, 2023 | 3:53 PM

বুয়েনস এয়ার্স: অর্থনৈতিক সংকটে জর্জরিত আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনে (President Election) জয় হল ডানপন্থীর। সের্জিও মাসাকে পরাজিত করে কট্টর ডানপন্থী নেতা হিসাবে পরিচিত ‘বহিরাগত’ জাভিয়ের মিলেই আর্জেন্টিনার প্রেসিডেন্ট (Argentina Preseident) পদে আসীন হলেন। তাঁকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রধান প্রতিদ্বন্দ্বী তথা সদ্য বিদায়ী অর্থমন্ত্রী সের্জিও মাসা। এবার আর্জেন্টিনার ট্রাম্প হিসাবে পরিচিত জাভিয়ের দেশের অর্থনৈতিক সংকটের মোকাবিলা করতে পারেন কিনা, সেদিকেই নজর সকলের। অন্যদিকে, চিন-বিরোধী নেতা হিসাবে পরিচিত জাভিয়ের আর্জেন্টিনার প্রেসিডেন্ট পদে আসীন হওয়ায় বিশ্ব কূটনৈতিক ক্ষেত্রে কোনও পরিবর্তন হয় কিনা সেটাই দেখার।

রবিবারই আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের ফল প্রকাশিত হয়। প্রায় ৫৬ শতাংশ ভোট পেয়েছেন তিনি। আর মাসার ঝুলিতে পড়েছে ৪৪ শতাংশ ভোট। অর্থাৎ ১২ শতাংশ ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছেন জাভিয়ের। ফল ঘোষণার আগেই অবশ্য পরাজয় স্বীকার করে জাভিয়েরকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন মাসা। তিনি বলেন, “দেশবাসী আমার দেখানো পথে চলতে নারাজ দেশবাসী। আগামিকাল থেকে দেশের দায়িত্ব মিলেইয়ের কাঁধে।”

জাভিয়ের মিলেই নির্বাচনী প্রচার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সর্বদা নিজেকে ‘রাজনীতি থেকে বহিরাগত’, সাধারণ নাগরিক বলেই দাবি জানাতেন। প্রতিষ্ঠিত রাজনীতিকে বাইরে পাঠানোরও স্লোগান তোলেন তিনি। লাতিন আমেরিকার রাজনীতিকদের একাংশ জাভেইরকে ‘আর্জেন্টিনার ডোনাল্ড ট্রাম্প’ তকমা দিয়েছেন। কেননা বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে নানান মন্তব্য করে তিনি বিতর্কে জড়িয়েছেন। কেন্দ্রীয় অর্থব্যবস্থা থেকে গর্ভপাত নীতি, এমনকি আর্জেন্টিনার পোপ ফ্রান্সিসকে নিয়েও বিতর্কিত মন্তব্য করে অনেকের রোষের শিকার হন তিনি। এছাড়া চিন-বিরোধী নেতা হিসাবেও পরিচিত জাভিয়ের। চিনের পাশাপাশি ব্রাজিলেরও প্রকাশ্যে সমালোচনা করেছেন। আসলে কোনও কমিউনিস্ট দেশের সঙ্গে কোনরকম সওদা করতে নারাজ বলে প্রকাশ্যে জানিয়েছেন জাভিয়ের। স্বাভাবিকভাবেই আর্জেন্টিনার দায়িত্ব তাঁর কাঁধে পড়ায় এবার সেই দেশের বৈদেশিক নীতিতে কী পরিবর্তন ঘটে, ভারতের কিছু সুবিধা হয় কিনা সেদিকেই তাকিয়ে কূটনৈতিক মহল।

প্রসঙ্গত, বর্তমানে আর্জেন্টিনার অর্থনীতির বেহাল দশা। বেশ কয়েক মাস ধরে চরম মুদ্রাস্ফীতিতে ভুগছে দেশ। মুদ্রাস্ফীতির হার ১০০-র গণ্ডি ছাড়িয়েছে। নির্বাচনের প্রচারে এই বেহাল দশার হাল ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন জাভিয়ের। এবার সেই প্রতিশ্রুতি তিনি রাখতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে দেশবাসী থেকে গোটা বিশ্বের কূটনীতিকরা। যদিও এবার মিলেইয়ের হাত ধরে ভাল কিছু পরিবর্তন ঘটবে বলে আশাবাদী আর্জেন্টিনার যুব প্রজন্ম।