বন্ধ হবে মেক্সিকো প্রাচীরের কাজ, প্রথম দিনই ‘মুসলিম-ব্যান’ তুলে নেবেন বাইডেন
ট্রাম্পের সাধের মেক্সিকো প্রাচীর গড়ার কাজও প্রথম দিন থেকেই স্থগিত ঘোষণা করবেন বাইডেন। ক্ষমতায় এসে প্রথম দিনই বাইডেন প্রায় ১৭টি বিলে সই করবেন।
ওয়াশিংটন: ক্ষমতায় এসেই ছক্বা হাঁকাবেন বাইডেন (Joe Biden)। প্রথম দিনই মসনদে বসে তাঁর একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা আগেই জানিয়েছিল বাইডেনের ট্রানজিসন দল। প্যারিস জলবায়ু চুক্তি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আমেরিকাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা নিজের মুখেই ঘোষণা করেছিলেন জো। ট্রাম্পের একাধিক সিদ্ধান্তে ইতি টানছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। প্রথমেই বিভিন্ন মুসলিম দেশের উপর জারি থাকা ‘ট্রাভেল ব্যান’ বাতিল করবেন তিনি।
ট্রাম্পের সাধের মেক্সিকো প্রাচীর গড়ার কাজও প্রথম দিন থেকেই স্থগিত ঘোষণা করবেন বাইডেন। ক্ষমতায় এসে প্রথম দিনই বাইডেন প্রায় ১৭টি বিলে সই করবেন। যার মাধ্যমে সমাধান আসবে ৪ মুখ্য সমস্যায়। সেই ৪ সমস্যা হল করোনা মহামারীর অবসান, অর্থনীতির পুনরুদ্ধার, জলবায়ু সমস্যার সমাধান ও বর্ণ বৈষম্যের অবসান।
আরও পড়ুন: মাস্ক না পরলে অভিনব শাস্তি! পুস-আপ করতে হবে ৫০ বার
আমেরিকা ও মেক্সিকোর মধ্যে প্রাচীর তৈরি করে অনুপ্রবেশ রুখতে চেয়েছিলেন ট্রাম্প। পাশাপাশি অভিবাসন নীতি নিয়ে কঠোর মনোভাব ছিল তাঁর। কিন্তু বাইডেন উদার অভিবাসন নীতিতে বিশ্বাসী। তাই ট্রাম্পের একেবারে ১৮০ ডিগ্রি উল্টো পথে হাঁটছেন তিনি। তাঁর আমলে ভিসা নীতিতে আমূল পরিবর্তন আসার কথা। এইচ-১ ভিসায় স্থগিতাদেশে পরিবর্তন করতে পারেন বাইডেন। একথাও বলছেন বিশেষজ্ঞরা।