AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Biden-Jinping: স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বাইডেন, দৃশ্যতই বিব্রত শি জিনপিং, কেন জানেন?

Biden-Jinping meeting: রাষ্ট্রপ্রধান হওয়াটা সহজ কথা নয়। দেশ-দশের কাজের ব্যস্ততায় অনেক সময়ই পিছনের সারিতে চলে যায় পারিবারিক জীবন। হাজারো কাজের মধ্যে মাথা থেকে বেরিয়ে যেতে পারে, স্ত্রীর জন্মদিনের কথাও।

Biden-Jinping: স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বাইডেন, দৃশ্যতই বিব্রত শি জিনপিং, কেন জানেন?
উডসাইড প্য়ালেসের বাইরে জিনপিং এবং বাইডেন Image Credit: PTI
| Edited By: | Updated on: Nov 16, 2023 | 7:42 PM
Share

ওয়াশিংটন: ‘গৃহযুদ্ধে’র হাত থেকে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং-কে রক্ষা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হ্যাঁ, এমনিতে মার্কিন-চিন কড়া রেশারেশি চললেও, জিনপিং-কে বউয়ের ধাতানি খাওয়ার হাত থেকে বাঁচালেন মার্কিন প্রেসিডেন্ট। আসলে রাষ্ট্রপ্রধান হওয়াটা সহজ কথা নয়। দেশ-দশের কাজের ব্যস্ততায় অনেক সময়ই পিছনের সারিতে চলে যায় পারিবারিক জীবন। হাজারো কাজের মধ্যে মাথা থেকে বেরিয়ে যেতে পারে, স্ত্রীর জন্মদিনের কথাও। কিন্তু, তাতে কি? অন্যান্য রাষ্ট্রপ্রধানরা আছেন না মনে করিয়ে দেওয়ার জন্য?

এমনটাই ঘটল বুধবার (১৬ নভেম্বর)। এদিন ক্যালিফোর্নিয়ার উডসাইডের এক প্রাসাদে মার্কিন-চিন শীর্ষ বৈঠকে যোগ দিয়েছিলেন বাইডেন ও জিনপিং। বৈঠকে বিভিন্ন দ্বিপাক্ষিক গুরুত্বের বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি, দুই নেতার মধ্যে ব্যক্তিগত আদানপ্রদানও হয়েছে। সেই সময়ই, শি জিনপিংয়ের স্ত্রী, পেং লিয়ুয়ানকে জন্মদিনের শুভেচ্ছা জানান জো বাইডেন। জিনপিংযের সঙ্গে মার্কিন সফরে আসেননি পেং লিয়ুয়ান। এই অবস্থায় চিনা প্রেসিডেন্টকে বাইডেন জানান, তাঁর নিজের এবং পেং লিয়ুয়ানের জন্মদিন একই দিনে, ২০ নভেম্বর। তাই, জিনপিংকে তিনি বলেন, তাঁর স্ত্রীকে মার্কিন প্রেসিডেন্টের শুভেচ্ছাবার্তা পৌঁছে দিতে।

স্ত্রীয়ের জন্মদিনের জন্য মার্কিন প্রেসিডেন্টের শুভেচ্ছাবার্তা পেয়ে দৃশ্যতই বিব্রত হন শি জিনপিং। তিনি জানান, গত কয়েকদিন ধরে দেশ শাসনের কাজে তিনি এতটাই ব্যস্ত ছিলেন, যে স্ত্রীয়ের জন্মদিনের তারিখ যে এগিয়ে আসছে, তা তাঁর মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল। সূত্রের খবর, এরপর স্ত্রীকে জন্মদিনে কী উপহার দেওয়া যায়, সেই ভাবনায় ব্যস্ত হয়ে পড়েন জিনপিং। ১৯৮৭ সালে পেং লিয়ুয়ানের সঙ্গে বিয়ে হয়েছিল শি জিনপিংয়ের। চিনের একজন সুপরিচিত গায়িকা হলেন পেং লিয়ুয়ান। ২০ নভেম্বর ৬১ বছর বয়স হবে তাঁর। একই দিনে বাইডেন হবেন ৮১।

বুধবারের বৈঠকের পর, বাইডেন জানিয়েছেন তাঁদের বৈঠক যথেষ্ট ‘উৎপাদনশীল’ হয়েছে। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ফের যোগাযোগ শুরু করা এবং দুই দেশের মধ্যে কাজ চালানোর মতো সম্পর্ক বজায় রাখার বিষয়ে সম্মত হয়েছেন তাঁরা। বাইডেন আরও দাবি করেন, শির সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত গভীর। তিনি বলেন, “অন্যান্য যে কোনও বিশ্বনেতার থেকে আমি বেশি সময় কাটিয়েছি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। তিনি জানান, দুজনে দুই দেশের ভাইস-প্রেসিডেন্ট থাকার সময় থেকেই একে অপরের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়েছেন। তাই তিনি শি জিনপিংকে খুব ভালভাবে চেনেন এবং তাঁর কাজ করার পদ্ধতি সম্পর্কে জানেন বলে দাবি করেছেন তিনি।