AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan: ভারত কী জিনিস! বিরাট ভুল হয়ে গিয়েছে বুঝে পাকিস্তান এভাবে লেজ গুটিয়ে পালাচ্ছে

India-Pakistan: রাত কাটতেই এখন পাকিস্তানে আতঙ্ক। বিশেষ করে পাকিস্তানের পঞ্জাব ও সিন্ধ প্রদেশে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। বাসিন্দা এই ভয়েই ঘর ছাড়ছেন যে ভারত ছেড়ে কথা বলবে না।

Pakistan: ভারত কী জিনিস! বিরাট ভুল হয়ে গিয়েছে বুঝে পাকিস্তান এভাবে লেজ গুটিয়ে পালাচ্ছে
পাকিস্তানের পঞ্জাব ও সিন্ধ প্রদেশে আতঙ্ক।Image Credit: Reuters
| Updated on: May 09, 2025 | 7:47 PM
Share

ইসলামাবাদ: ভারতে হামলা চালিয়ে যে কী ভুল করেছে পাকিস্তান, তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। পাকিস্তানের ব্য়র্থ হামলার প্রচেষ্টার পর আতঙ্ক তৈরি হয়েছে সেই দেশেই। ভারত যদি এবার পাল্টা হামলা করে, তাহলে পাকিস্তানের অবস্থা যে কী হবে, তা আগে থেকেই আন্দাজ করতে পেরেছে। আর তারপরই পাকিস্তানে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। পঞ্জাব, সিন্ধ প্রদেশের বাসিন্দারা নিজেদের বাড়ি ছেড়ে পালাচ্ছেন। পাকিস্তানের মিলিটারি ক্যান্টনমেন্টেও আতঙ্ক ছড়িয়েছে। সেনা ও অস্ত্রশস্ত্রও সরানো হচ্ছে।

বৃহস্পতিবার সারা রাত ধরে গোলাবর্ষণ করেছে পাকিস্তান। ঝাঁকে ঝাঁকে ড্রোন ছুড়েছে জম্মু-কাশ্মীর, পঞ্জাব ও রাজস্থানে। সব ড্রোনই ধ্বংস করেছে ভারত। পাল্টা প্রত্যাঘাত করেছে ভারতও। পাকিস্তানের করাচি, লাহোর, সিয়ালকোট সহ একাধিক জায়গায় আঘাত করেছে ভারত।

রাত কাটতেই এখন পাকিস্তানে আতঙ্ক। বিশেষ করে পাকিস্তানের পঞ্জাব ও সিন্ধ প্রদেশে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। বাসিন্দা এই ভয়েই ঘর ছাড়ছেন যে ভারত ছেড়ে কথা বলবে না। পাকিস্তানের উপরে আঘাত হানবেই। যেহেতু সীমান্তবর্তী এলাকায় থাকেন তারা, তাহলে তাদের উপর আক্রমণ হতেই পারে।

অন্যদিকে, পাকিস্তানের উড়ান চলাচলও থমকে গিয়েছে। করাচি, লাহোর, ইসলামাবাদের বিমানবন্দরগুলিতে ব্যাপক বিশৃঙ্খলতা, কমপক্ষে ১৫০টি বিমান বাতিল করে দেওয়া হয়েছে।