Russia-Ukraine Conflict: ‘মিস হয়ে গেল’! বাগানে মিসাইলের টুকরো দেখে বললেন জ়েলেনস্কি
Russia-Ukraine Conflict: সাধারণ নাগরিকদের উদ্ধারকার্যের জন্য সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছে। তবে পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়।
ছবিতে দেখা যাচ্ছে, একটি ধাতব টুকরো পড়ে রয়েছে ওই বাগানে। সার্গি নিকিফোরোভ জানিয়েছেন প্রেসিডেন্টের বাসভবনের বাগানেই এই টুকরোটি পড়ে থাকতে দেখা গিয়েছে। আর তা শুনে রাশিয়াকে কটাক্ষ করে জ়েলেনস্কি নাকি বলেছেন, ‘মিস হয়ে গেল’! তবে ঠিক কখন ওই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
ইউক্রেনের সরকারি সূত্রে আগেই দাবি করা হয়েছে, জ়েলেনস্কিকে হত্যার চেষ্টা করেছিল রাশিয়া। সেই চক্রান্ত ইতিমধ্যেই ব্যর্থ হয়ে গিয়েছে। ইউক্রেনের আধিকারিকরা জানিয়েছেন, রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি তাদেরকে আগেভাগেই সতর্ক করছিল যে জ়েলেনস্কির ওপর হামলা হতে পারে। জানা গিয়েছে, চেচনিয়ার প্যারা মিলিটারি বাহিনীর বিশেষ শাখা কাডিরভিস্ট জ়েলেনস্কিকে হত্যার পরিকল্পনা করেছিল। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা সচিব ওলেক্সি ড্যানিলভ এমনটাই দাবি করেছেন। ড্যানিলভ জানিয়েছেন, সন্দেহভাজন চক্রান্তকারীদের হত্যা করা হয়েছে।
এ দিকে, পেন্টাগনের রিপোর্ট অনুযায়ী, অভিযান শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৫০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। গত ১০ দিনে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একের পর এক শহর। রাজধানী কিয়েভ থেকে শুরু করে আশেপাশের বেশ কয়েকটি শহরে দেখা যাচ্ছে একই ছবি। জানা গিয়েছে ইউক্রেনের খেরসন শহর দখল করার পর রাজধানী কিয়েভে পরপর বোমা বিস্ফোরণ ঘটাচ্ছে রাশিয়া, ফেলা হচ্ছে একের পর এক মিসাইল। রাশিয়া একদিকে দাবি করেছে, সাধারণ নাগরিকদের নিশানা করা হচ্ছে না, তবে, ইউক্রেনের ছবি বলছে, বহু নাগরিকের মৃত্যু হচ্ছে প্রতিনিয়ত।
তবে, বেলারুশে বৈঠকের পর সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা করেছে রাশিয়া। জানানো হয়েছে, সাম্প্রতিক বৈঠকে দুই দেশের তরফেই যে মানবিক করিডর তৈরির প্রস্তাবে সম্মতি জানানো হয়েছিল, সেই প্রস্তাব মেনেই সাময়িক যুদ্ধ বিরতির কথা ঘোষণা করা হয়েছে। রাশিয়ার একটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ৬টা নাগাদ (ভারতীয় সময় অনুযায়ী সকাল সাড়ে ১১টা) রাশিয়ার তরফে যুদ্ধবিরতির ঘোষণা করা হয়। ইউক্রেন ও অন্য়ান্য দেশের সাধারণ নাগরিকদের উদ্ধারের জন্য এই সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন : Russia-Ukraine Conflict: কমেডিয়ান থেকে ওয়ারটাইম-লিডার: হাসিই যাঁর মূলধন, শেষ হাসি হাসতে পারবেন তো!