Tiktok Ban: ভারতের এই প্রতিবেশী দেশেও নিষিদ্ধ হল টিকটক
ভারতে ২০২০ সালেই নিষিদ্ধ ঘোষণা করা হয় টিকটককে। গালওয়ানে চিনা সেনার সঙ্গে ভারতীয় সেনার হাতাহাতির পরই ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করে মোদী সরকার। যার মধ্যে ছিল টিকটকও। সে সময় প্রায় ২০ কোটি টিকটক ব্যবহারকারী ছিল ভারতে। একই পথে হাঁটল ভারতের এই প্রতিবেশী দেশ।
কাঠমান্ডু: চিনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক গত কয়েক বছর ধরেই নিষিদ্ধ হয়েছে ভারতবর্ষে। এ বার তা নিষিদ্ধ হল ভারতের প্রতিবেশী দেশ নেপালে। এ সপ্তাহের শুরুতেই নেপাল সরকার টিকটককে নিষিদ্ধ ঘোষণা করেছে। নেপালের তথ্য- প্রযুক্তিমন্ত্রী শেখা শর্মা সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, টিকটক নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে সে দেশের মন্ত্রিসভা। সমাজে ‘ক্ষতিকর প্রভাব’-এর জন্য তা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নেপালের মন্ত্রী।
নেপালের একটি বড় অংশ মনে করছে, এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য হেট স্পিচ বা ঘৃণা ভাষণ ছড়িয়ে পড়ছে। গত চার বছরে এই অ্যাপ সংক্রান্ত ১ হাজার ৬৪৭টি সাইবার ক্রাইমের অপরাধ সংঘটিত হয়েছে বলেও জানিয়েছে নেপাল। চিনা এই অ্যাপের বিষয়টি নিয়ে নেপাল পুলিশের সাইবার ব্যুরো, সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক এবং টিকটকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন গত সপ্তাহে। এর পর কিছু প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়ার পর নিষিদ্ধের ঘোষণা করা হয়। নির্দিষ্ট সময় দেওয়ার পরই তা নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে নেপালের সরকার।
যদিও নেপালি কংগ্রেসের জেনারাল সেক্রেটারি টিকটক নিষিদ্ধের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি মনে করেন, নিষিদ্ধ করার বদলে এই অ্যাপ নিয়ন্ত্রণ করলে ভালো হত।
ভারতে ২০২০ সালেই নিষিদ্ধ ঘোষণা করা হয় টিকটককে। গালওয়ানে চিনা সেনার সঙ্গে ভারতীয় সেনার হাতাহাতির পরই ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করে মোদী সরকার। যার মধ্যে ছিল টিকটকও। সে সময় প্রায় ২০ কোটি টিকটক ব্যবহারকারী ছিল ভারতে।