Nepal Plane Crash: নেপালে বিমান দুর্ঘটনার কবলে কোন ৫ ভারতীয়? সামনে এল পরিচয়

Nepal Plane Crash: রবিবার (১৫ জানুয়ারি), সকালে নেপালে বিমান দুর্ঘটনার কবলে পড়েছেন ৫ ভারতীয়। ইয়েতি এয়ারলাইন্সের পক্ষ থেকে প্রকাশ করা হল তাঁদের নাম।

Nepal Plane Crash: নেপালে বিমান দুর্ঘটনার কবলে কোন ৫ ভারতীয়? সামনে এল পরিচয়
দুর্ঘটনাস্থলে চলছে উদ্ধারকাজ
Follow Us:
| Edited By: | Updated on: Jan 15, 2023 | 4:59 PM

কাঠমাণ্ডু: রবিবার (১৫ জানুয়ারি), সকালে আরও এক ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হয়েছে নেপাল। পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই ৬৮ জন যাত্রী এবং ৪ ক্রু সদস্য – সব মিলিয়ে ৭২জনকে নিয়ে ভেঙে পড়েছে বিমানটি। প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছিল, বিমানে অন্তত ১৫ জন বিদেশি যাত্রী ছিলেন, যাঁদের মধ্যে ৫ জন ভারতীয়। ইয়েতি এয়ারলাইন্সের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। বিমানে থাকা ভারতীয় যাত্রীদের পরিচয়ও প্রকাশ করা হয়েছে। হতভাগ্য এই ৫ ভারতীয় হলেন, অভিশেক কুশওয়া, বিশাল শর্মা, অনিল কুমার রাজভর, সোনু জয়সওয়াল এবং সঞ্জয় জয়সওয়াল। উড়ান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বেশ কয়েকজন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় যাত্রীরা কী অবস্থায় আছেন, এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে নেপাল পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭-তে পৌঁছেছে।

ইয়েতি এয়ারলাইন্স আরও জানিয়েছে, অবতরণের মাত্র ১০ থেকে ২০ সেকেন্ড আগেই ভেঙে পড়ে বিমানটি। সকাল ১০টা বেজে ৫০ মিনিটে বিমানটির সঙ্গে ব়্যাডারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তবে বিমান থেকে কোনও বিপদ সঙ্কেত পাঠানো হয়নি। এই ঘটনার খবর পাওয়ার পরই টুইট করে শোক প্রকাশ করেছেন ভারতের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্য়োতিরাদিত্য সিন্ধিয়া। টুইটে তিনি লেখেন, “নেপালে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানি অত্যন্ত দুঃখজনক। শোকসন্তপ্ত পরিবারগুলির পাশে আছি। ওম শান্তি।”

অন্যদিকে, নেপালের ভারতীয় দূতাবাস থেকে বলা হয়েছে, “আজ ইয়েতি এয়ারলাইন্সের একটি এটিআর-৭২ বিমান কাঠমান্ডু থেকে ওড়ার পর, পোখরা বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়। নেপালের অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এই বিমানে ৫ জন ভারতীয় যাত্রা করছিলেন। উদ্ধার কাজ চলছে।” নেপালের ভারতীয় রাষ্ট্রদূত বলেন, “পোখরায় কয়েকজন ভারতীয়-সহ মোট ৭২ জন যাত্রী এবং ক্রু সদস্যকে নিয়ে একটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। এতে আমরা গভীর শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমরা আন্তরিক সমবেদনা প্রকাশ করছি। এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের পাশে আছি আমরা।”