AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Operation Sindoor: পাক সেনার কাঁধে জঙ্গিদের কফিন, তাদেরই ‘জামাই আদর করে’ মাটি দিল পাকিস্তান

Operation Sindoor: 'অপারেশন সিঁদুরের' সময় ভারত বারেবারে বলেছে জঙ্গিদের খতম করাই ভারতের মুল লক্ষ্য। সেখানকার সাধারণ নাগরিক বা পাক সেনা তাঁদের লক্ষ্য নয়। লক্ষ্য শুধুমাত্র জঙ্গিঘাঁটি এবং জঙ্গিরা।

Operation Sindoor: পাক সেনার কাঁধে জঙ্গিদের কফিন, তাদেরই 'জামাই আদর করে' মাটি দিল পাকিস্তান
জঙ্গিদের রাষ্ট্রীয় মর্যাদাImage Credit: Tv9 Bharatvarsh
| Updated on: May 07, 2025 | 5:50 PM
Share

নয়া দিল্লি: কতটা নির্লজ্জ পাকিস্তান! ‘অপারেশন সিঁদুরে’ খতম হওয়া যে সকল জঙ্গি রয়েছে, তাদের কফিনে পাকিস্তানের পতাকায় মুড়ে নিয়ে যাওয়া হল। শুধু কী তাই, শেষকৃত্যের সময় আবার গাওয়া হল জাতীয় সঙ্গীত। জঙ্গি ইয়াকুব মুঘলের কবরে মাটি দিলেন পাক সেনারা। বলা ভাল জঙ্গিদের পুরো রাষ্ট্রীয় সম্মান দিল পাক-সেনা।

‘অপারেশন সিঁদুরের’ সময় ভারত বারেবারে বলেছে জঙ্গিদের খতম করাই ভারতের মুল লক্ষ্য। সেখানকার সাধারণ নাগরিক বা পাক সেনা তাঁদের লক্ষ্য নয়। লক্ষ্য শুধুমাত্র জঙ্গিঘাঁটি এবং জঙ্গিরা। সেই মতো বিভিন্ন গোয়েন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২১টির মধ্যে ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে রাতের বেলা।

শুধু তাই নয়, সরকারিভাবে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের জানিয়ে দেওয়া হয়েছে। তার আবার প্রমাণও দেওয়া হয়েছে। ভারত এও জানিয়েছে, এই সব এলাকায় কীভাবে জঙ্গিরা নিজেদের কার্যকলাপ চালাত। কিন্তু এই সবের পরও কী দেখা গেল? বিভিন্ন দেশ যাদের জঙ্গি বলছে, তাদেরই দেহকে কফিনের মধ্যে কখনও জাতীয় পতাকা, কখনও জাতীয় সঙ্গীত গাইছে। কোথাও আবার সেনারা কাঁধে নিয়ে যাচ্ছে জঙ্গীদের দেহ। এই ছবি সামনে আসার পরই আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল বলতে শুরু করেছে, এর থেকেই তো প্রমাণিত হচ্ছে জঙ্গিদের মদত দেয় পাকিস্তান, অথবা তাদের ‘ফান্ডিং’ করে।