Asim Munir’s Wealth: পাকিস্তান না খেয়ে মরলেও, টাকার সমুদ্রে ভাসেন সেনা প্রধান আসিম মুনির! তাঁর মোট সম্পত্তি মাথা ঘুরিয়ে দেবে…
Pakistan: সেনাবাহিনীর কাজ দেশ রক্ষা করা, কিন্তু পাকিস্তানে সেনাবাহিনী কেবল প্রতিরক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়। পাকিস্তানি সেনাবাহিনী দেশের অর্থনীতির একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে।

ইসলামাবাদ: পকেট ফুটো, এদিকে যুদ্ধের হুমকি দিচ্ছে পাকিস্তান। শোনা যাচ্ছে, পাকিস্তান সেনা নাকি এই যুদ্ধ লড়তে চায় না, পুরো যুদ্ধ জিগিরই তুলছেন সেনা প্রধান জেনারেল আসিম মুনির। ক্ষোভে ফুঁসছে পাক সেনা। শয়ে শয়ে সেনা প্রতিদিন ইস্তফা দিচ্ছে। পরিস্থিতি এমনই যে রাতারাতি নিয়ম বানানো হয়েছে সেনাদের ইস্তফা রোখার জন্য। এরই মধ্যে চর্চায় আসিম মুনিরের সম্পদ ও জীবনযাত্রা। পাকিস্তান আর্থিক দুরাবস্থায় ভুগলেও, আসিম মুনিরের টাকার কোনও অভাব নেই।
সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, পাক সেনা প্রধান জেনারেল মুনিরের মোট সম্পদের পরিমাণ প্রায় ৬,৭৭,৫৪,৬৩৬ টাকা (৮০০,০০০ মার্কিন ডলার)। এত টাকা কোথা থেকে এল তাঁর কাছে? দাবি, এই সম্পত্তি বিভিন্ন ব্যবসা এবং বিনিয়োগের মাধ্যমে আয় করেছেন।
জানা গিয়েছে, পাকিস্তানি সেনাবাহিনী দেশে ১০০ টিরও বেশি ব্যবসা পরিচালনা করে এবং তা থেকে সেনাপ্রধান ও অফিসারদের বিশাল আয় করে। পাকিস্তানের রিয়েল এস্টেট খাতে সেনাবাহিনীর আধিপত্য রয়েছে।
পাকিস্তানে সেনাপ্রধানদের প্রায়শই দেশের সেবা করার চেয়ে তাদের সম্পদ বৃদ্ধিতে বেশি আগ্রহী বলে অভিযোগ করা হয়। প্রাক্তন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া থেকে শুরু করে বর্তমান সেনাপ্রধান জেনারেল আসিম মুনির পর্যন্ত এর জলজ্যন্ত উদাহরণ।
সেনাবাহিনীর কাজ দেশ রক্ষা করা, কিন্তু পাকিস্তানে সেনাবাহিনী কেবল প্রতিরক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়। পাকিস্তানি সেনাবাহিনী দেশের অর্থনীতির একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে।
বর্তমান সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে নিয়ে এখন প্রশ্ন উঠছে। একজন পাকিস্তানি সোশ্যাল মিডিয়া ইউজারের মতে, আসিম মুনিরের মোট সম্পদের পরিমাণ প্রায় ৮ লক্ষ ডলার। তবে তার আরও গোপন ব্যবসা আছে, যার হিসাব করলে প্রকৃত সম্পত্তি আরও বেশি হবে।

