AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

COVID in China: বেড নেই, হাসপাতালে মেঝেতেই ঠাঁই রোগীদের! চিনে ফের ভয়ঙ্কর রূপ কোভিডের

Coronavirus Outbreak: করোনাভাইরাস সংক্রমণ রুখতে যে কঠোর নীতি চালু ছিল, তা সম্প্রতি শিথিল করেছিল চিন। এরপর সেখানে বাড়তে শুরু করে কোভিড সংক্রমণ।

COVID in China: বেড নেই, হাসপাতালে মেঝেতেই ঠাঁই রোগীদের! চিনে ফের ভয়ঙ্কর রূপ কোভিডের
চিনের হাসপাতালের মেঝেতে রোগী
| Edited By: | Updated on: Dec 22, 2022 | 12:58 PM
Share

বেজিং: গত কয়েক দিন ধরেই চিনে হুহু করে বেড়েছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি হঠাৎ করেই খারাপ হয়েছে সেখানে। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে চিনের। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের ওয়ার্ডের সমস্ত শয্যা ভর্তি। কিছু কোভিড আক্রান্ত রোগীরা শুয়ে রয়েছেন ওয়ার্ডের মেঝেতে। সেখানেই তাঁদের দেওয়া হয়েছে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাকসিনেশন)। এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে কোভিডের দ্বিতীয় ঢেউয়ে ভারতের বিভিন্ন রাজ্যের হাসপাতালের অবস্থা। তখনও ভারতে সক্রিয় রোগীর সংখ্যা এত বেড়ে গিয়েছিল, এবং এত বেশি মানুষকে হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়েছিল, যে শয্যা বাড়িয়েও তা সামাল দেওয়া যায়নি। সেই পরিস্থিতি এখন তৈরি হয়েছে চিনেও। করোনা সংক্রমণের এই বাড়বাড়ন্ত নিয়ে বিশ্ব জুড়েই নতুন করে উদ্বেগ বাড়ছে।

হাসপাতালের ওয়ার্ডের মেঝেতে কোভিড রোগীর শুয়ে থাকার ঘটনাটি সম্প্রতি ক্যামেরাবন্দি হয়েছে চিনের চনকিং শহরে। সেখানকার হাসপাতালের মেঝেতে শুয়ে সিপিআর নিতে হয়েছে কোভিড রোগীকে। ভিডিয়োয় দেখা গিয়েছে, ওয়ার্ডে বেশ কয়েক জন চিকিৎসক, নার্স রয়েছে। বিভিন্ন শয্যায় ভর্তি রয়েছেন রোগীরা। কয়েক জন রোগী মেঝেতে শুয়ে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

করোনাভাইরাস সংক্রমণ রুখতে যে কঠোর নীতি চালু ছিল, তা সম্প্রতি শিথিল করেছিল চিন। এরপর সেখানে বাড়তে শুরু করে কোভিড সংক্রমণ। করোনা পরীক্ষা বাড়ানোও হয়। আংশিক লকডাউনও জারি হয়েছে। তাতেও নিয়ন্ত্রণে আনা যায়নি। কোভিড রোগীর সংখ্যাও লাফিয়ে বেড়েছে। এর জেরেচাপ বাড়তে শুরু করেছে হাসপাতালগুলির উপরেও।

চিনের সরকারের তরফে জানানো হয়েছে, ৩ হাজার ১০১টি নতুন কোভিড সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে নিশ্চিত আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লক্ষ ৮৬ হাজারে। পাশাপাশি চিনের তরফে জানানো হয়েছে মঙ্গলবার চিনে কোভিডের জেরে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। যদিও দিন কয়েক আগে পর্যন্ত কোভিডের জেরে রোজই মৃত্যুর ঘটনা ঘটছিল। এমনকি দাহ করতেও সমস্যা তৈরি হয়েছিল বলে জানা যায়।