AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Petrol, Diesel Price: জ্বালানিতে নাভিশ্বাস পাকিস্তানের; পেট্রোল, ডিজেলের লিটার প্রতি দাম ২৯০ টাকা

Pakistan: চলতি মাসের ১ তারিখ পেট্রোলের লিটার প্রতি দাম ১৯.৯৫ টাকা ও ডিজেলের লিটার প্রতি দাম ১৯.৯০ টাকা বৃদ্ধি পেয়েছিল। এদিন ফের একইভাবে পেট্রোল, ডিজেলের দাম প্রায় ২০ টাকা বৃদ্ধি পেল।

Petrol, Diesel Price: জ্বালানিতে নাভিশ্বাস পাকিস্তানের; পেট্রোল, ডিজেলের লিটার প্রতি দাম ২৯০ টাকা
পাকিস্তানে পেট্রোল, ডিজেলের রেকর্ড দাম বৃদ্ধি।Image Credit: TV9 Bharatvarsh
| Edited By: | Updated on: Aug 16, 2023 | 6:19 PM
Share

ইসলামাবাদ: গত কয়েক মাস ধরেই পাকিস্তানে (Pakistan) মুদ্রাস্ফীতি চরমে। খাদ্যদ্রব্য থেকে জ্বালানির দাম ক্রমশ ঊর্ধ্বমুখী। এবার পেট্রোল, ডিজেলের দাম (Petrol, Diesel Price) অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির সঙ্গে-সঙ্গে পাকিস্তানে এক লাফে পেট্রোল, ডিজেলের দাম প্রায় ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। বলা যায়, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসাবে আনোয়ারুল হত কক্কর শপথ নেওয়ার দু-দিন পরই বুধবার পাকিস্তানে পেট্রোল, ডিজেলের রেকর্ড দাম উঠেছে।

পাক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এদিন (বুধবার) পাকিস্তানে পেট্রোলের লিটার প্রতি দাম একলাফে বেড়েছে ১৭.৫০ টাকা। ফলে এক লিটার পেট্রোলের দাম হয়েছে ২৯০.৪৫ টাকা। একইভাবে ডিজেলেরও প্রতি লিটার দাম প্রায় ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। ফলে বর্তমানে লিটার প্রতি ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ২৯৩.৪০ টাকা।

১৫ দিনে ৪০ টাকা দাম বৃদ্ধি সপ্তাহ দুয়েক আগে শেহবাজ শরিফের নেতৃত্বাধীন জমানাতেও লিটার প্রতি পেট্রোল, ডিজেলের দাম প্রায় ২০ টাকা বৃদ্ধি পেয়েছিল। চলতি মাসের ১ তারিখ পেট্রোলের লিটার প্রতি দাম ১৯.৯৫ টাকা ও ডিজেলের লিটার প্রতি দাম ১৯.৯০ টাকা বৃদ্ধি পেয়েছিল। এদিন ফের একইভাবে পেট্রোল, ডিজেলের দাম প্রায় ২০ টাকা বৃদ্ধি পেল। অর্থাৎ মাত্র ১৫ দিনে পেট্রোল, ডিজেলের দাম ৪০ টাকা বৃদ্ধি পেল।

প্রসঙ্গত, গত জুন মাসে পাকিস্তানের মুদ্রাস্ফীতি চরমে উঠেছিল। খাদ্যদ্রব্য থেকে জ্বালানির দাম হয়েছিল আকাশছোঁয়া। আরও ভালভাবে বলা যায়, গম, আটা, চিনির মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের জন্য হাহাকার পড়েছিল। দোকান, গাড়ি থেকে খাদ্যদ্রব্য লুঠ হচ্ছিল। আবার বেলুনে ভরে রান্নার গ্যাস নিতে দেখা গিয়েছিল। তারপর সরকারের চেষ্টায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও পেট্রোল, ডিজেলের বর্তমান দামে ফের নাজেহাল অবস্থা সাধারণ মানুষের।