Russia-Ukraine Conflict: ‘আকাশ বেদখল হলে আরও রক্ত ঝরবে মাটিতে’, ফের সামরিক সাহায্যের আর্জি ইউক্রেনের
Russia-Ukraine Conflict: শনিবারই ইউক্রেনের পার্শ্ববর্তী দেশ পোল্যান্ড ও রোমানিয়ায় যান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকিন। তার সঙ্গেই দেখা করেন এবং ইউক্রেনের ভয়াবহ পরিস্থিতির কথা জানান ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিদ্রো কুলেবা।
কিয়েভ: ইউক্রেন(Ukraine)-র পরিস্থিতি নিয়ে নাক গলালে ফল ভাল হবে না, ন্যাটো ও পশ্চিমী দেশগুলিকে এই হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। রাশিয়ার এই সতর্কবার্তার পরই যুদ্ধে ইউক্রেনের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে যে দেশগুলি, তাদের কাছে সামরিক সাহায্য বাড়ানোর আর্জি জানাল ইউক্রেন । শনিবারই ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিদ্রো কুলেবা পোল্যান্ড-ইউক্রেন সীমান্তে (Poland-Ukraine Border) দাঁড়িয়ে বলেন, “এখন আমাদের সবথেকে বড় দাবি হল যুদ্ধ বিমান, হামলাকারী বিমান সরবরাহ করা। যদি আকাশপথ আমাদের হাতছাড়া হয়, তবে মাটিতে আরও রক্ত ঝরবে।”
শনিবারই ইউক্রেনের পার্শ্ববর্তী দেশ পোল্যান্ড ও রোমানিয়ায় যান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকিন। তার সঙ্গেই দেখা করেন এবং ইউক্রেনের ভয়াবহ পরিস্থিতির কথা জানান ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিদ্রো কুলেবা। বৈঠকের পরই তিনি বন্ধু দেশগুলির কাছে সামরিক সাহায্য চান রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জ়েলেনস্কিও আলাদাভাবে ইউরোপীয় দেশগুলির কাছে রাশিয়ার তৈরি যুদ্ধবিমান সরবরাহ করে সাহায্যের আর্জি জানান। উল্লেখ্য, ইউক্রেনীয়রা রাশিয়ার বিমান চালাতে প্রশিক্ষিত হওয়ার কারণেই এই আর্জি জানান।
যুদ্ধের দশম দিনে রাশিয়ার তরফে সাড়ে পাঁচ ঘণ্টার জন্য যুদ্ধবিরতির ঘোষণা করা হলেও, শেষ অবধি তা কার্যকর হয়নি। মারিউপোলের প্রায় সাড়ে ৪ লক্ষ বাসিন্দা শহর ছাড়ার চেষ্টা করলেও, রুশ বাহিনী হামলা থামায়নি বলেই অভিযোগ ইউক্রেনের। অন্যদিকে, রাশিয়ার দাবি ইউক্রেন শর্ত মানেনি। ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কি ন্যাটোর কাছে ইউক্রেনের উপরে ‘নো-ফ্লাই জ়োন’ ঘোষণা করার আর্জি জানালেও, ন্যাটোর তরফে সেই আর্জি খারিজ করে দেওয়া হয়েছে। অন্যদিকে, শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও পশ্চিমী দেশগুলিকে সতর্কবার্তা দিয়ে বলেছেন, যদি নো-ফ্লাই জ়োন ঘোষণা করা হয়, তবে যুদ্ধের পরিধি আরও বৃদ্ধি পাবে।
আরও পড়ুন: Russia-Ukraine Conflict: পশ্চিমী দেশগুলিকে নিশানা করে কি ‘আরও বড় যুদ্ধ’ শুরুর ইঙ্গিত দিলেন পুতিন?
আরও পড়ুন: Russia-Ukraine Conflict: কয়েক ঘণ্টাও টিকল না যুদ্ধবিরতি! ইউক্রেনকে দুষেই ফের রণমূর্তি রাশিয়ার